-0 C
Toronto
বুধবার, মার্চ ১২, ২০২৫

ভাতিজা-ভাগ্নিদের নিয়ে ঢাকা ট্যুর !

ভাতিজা-ভাগ্নিদের নিয়ে ঢাকা ট্যুর !
ভাতিজা ভাগ্নিদের নিয়ে ঢাকা ট্যুর

কোন এক বিশেষ কারণে জাস্ট অল্প কিছুদিনের জন্য বাংলাদেশে এসেছি। চলে যাবো এই সপ্তাহেই।

এই ব্যাস্ততম schedule এর মধ্যেও বাচ্চাদের দেওয়া কথা রাখতে একদিনের জন্য তাদেরকে ঢাকা নিয়ে যাই। জাতীয় জাদুঘর, বিশ্ববিদ্দালয়, গ্রন্থগার, আমার প্রায় ২/৩ যুগ আগের অবস্থান (বিশ্ববিদ্দালয়ের হল), একটি শপিং মল, এবং সব শেষে গুলশান পিজ্জা হাটে দিনের সেরে শেষ করি তাদের কাঙ্খিত ঢাকা ট্যুর।

- Advertisement -

প্রতিটি জায়গা দর্শনের পর তদেরকে প্রশ্ন করা হয়েছে তাদের কাছে কোনো কোন জিনিষ signifcant মনে হয়েছে এবং কেন।  তাদের উত্তরের উপর নির্ভর করেছে পরবর্তী জায়গা দর্শনের সুযোগ। আমি চাইনি তারা আমার সাথে শুধুমাত্র ফান করে চলে আসুক।

বিশেষ করে তারা জাতীয় জাদুঘরের কয়েকশত বছর আগের মানুষের ব্যবহার করা অস্ত্রপাতি, আমাদের দেশের মানুষের বিভিন্ন জাতির সংস্কৃতি, একবিংশ শতকের বিজ্ঞানের এবং মুক্তিযুদ্ধের নিদর্শনগুলো দেখে অনেক বিমোহিত এবং তারা তাদের পুঁথিগত বিদ্যায় এতদিন যা জেনেছে সেগুলি তাদের কাছে এখন পুরাপুরি পরিষ্কার বলে তারা জানিয়েছে।

এখানে তাদের ঢাকা যাত্রা এবং ঢাকা ঘোরাঘুরির কিছু চিত্র !

ঢাকা বা বাংলাদেশে এখন একটি ক্রান্তি সময় কাটছে, তবে আল্লাহর রহমতে আমাদের কিন্তু কোনো অসুবিধা হয়নি যদিও আমরা শাহবাগ বা ঢাকা বিশ্ববিদ্যালের মত এলাকায়ও গিয়েছি। আগের থেকে খোঁজ-খবর নিয়ে সেফটি প্ল্যান করে গিয়েছিলাম কিন্তু সেই প্লানের বাস্তবায়ন দরকার হয়নি। তবে হাঁ গরমে আমার অনেক কষ্ট হয়েছে, দিনে অন্তত ৩ বার ঠান্ডা পানি দিয়ে গোসল করে লেগেছে।

ইস্কুল খোলা থাকায় এবং বয়োসে ছোট হওয়ায় আমাদের গ্রূপের কনিষ্ঠ সদস্যা মেহেরীন যোগ দিতে পারে নাই।

সবাই আমাদের পরিবারের এই ভবিৎষতের আলোর দিশারীদের জন্য দোয়া করবেন।

কানাডার আসন্ন নির্বাচন এবং আপনার সিদ্ধান্ত !!

কানাডার PM Justin Trudeau পদত্যাগ করেছেন। তার দল আগামী মার্চে তাদের দলনেতা নির্বাচন করবেন। আগামী অক্টোবরে ফেডারেল নির্বাচন হবে। এদিকে আবার আমাদের অন্টারিও প্রদেশের প্রিমিয়ারও নির্বাচনের ঘোষণা দিয়েছেন। বর্তমান শুধু কানাডা বা বাংলাদেশেই নয় সারা পৃথিবীতে একটা Crucial সময় যাচ্ছে তাই আপনি যখন ভোট দিবেন তখন sta·tus quo বজায় না রেখে ভালো করে ভেবে চিন্তে প্রতিটি দলের অতীত কর্মকান্ড এবং ভবিৎষত পরিকল্পনা বিশ্লেষণ করে তার পর ভোট দিন।

চোখ, কান বা অন্তর বন্ধ করে কোনো দলকে বা তার নেতাকে সাপোর্ট করবেন না।

কোনো দলই হয়তো আপনার কাঙ্খিত চাওয়ার বা আশার প্রতিফলন ঘটাতে পারবে না অথবা অতীতে ঘটায়নি, তবে কার percentage বা শতকরা হার কত এবং সেটা আপনার বা আপনার পরিবারের এবং দেশের উপর কতটা প্রভাব ফেলবে সেইটা বিবেচনা করবেন।

সাম্প্রতিক সময় বলতে গেলে পুরা পৃথিবী জুড়ে খারাপ সময় যাচ্ছে।

টরন্টো, কানাডা

- Advertisement -

Related Articles

Latest Articles