
রক্ত দিতে ইচ্ছুক কোনো পুরুষের একাধিক যৌনসঙ্গী থাকলে তারা অন্য পুরুষ বা নারীর সঙ্গে যৌনকর্মে ছিলেন কিনা তা আর জানতে চাওয়া হবে না। সমকামীদের রক্ত দেওয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে এ সংক্রান্ত সুপারিশ আগামী দুই সপ্তাহের মধ্যে জমা দেওয়া হবে বলে জানিয়েছে কানাডা ব্লাড সার্ভিসেস।
ব্লাড সার্ভিসেসের ভাইস প্রেসিডেন্ট ড. ইসরা লেবি বলেন, শুক্রবার অনুষ্ঠিত সংস্থার পর্ষদ সভায় এইচআইভির সংক্রমণ ঝুঁকি রোধে রক্তদাদের যৌন আচরণ সম্পর্কে জানতে চাওয়া হবে। তাদের সেক্সচুয়াল ওরিয়েন্টেশন নিয়ে কিছু জানতে চাওয়া হবে না। কোনো পুরুষ রক্তদাতার কাছ থেকে রক্ত নেওয়ার আগে তারা অন্য পুরুষের সঙ্গে যৌনকর্ম করেছেন কিনা তা আর জানতে চাওয়া হবে না। তাদের সুপারিশ অনুমোদন হলে রক্তদাতার উচ্চ ঝুঁকির যৌন অভ্যাস পরীক্ষা করে দেখা হবে। বিশেষ করে এর ফলে কোনো রক্তদাতা পুরুষ অন্য কোনো পুরুষের সঙ্গে যৌনকর্ম করেছেন কিনা তা জানতে চাওয়ার যে রেওয়াজ তা বন্ধ হবে। তবে এক্ষেত্রে নিরাপত্তার সঙ্গে কোনো আপোষ করা হবে না।
তিনি বলেন, যুক্তরাজ্য সমকামীদের রক্ত দানের ওপর থেকে নিষেধাজ্ঞার এরই মধ্যে অবসান ঘটিয়েছে। কানাডিয়ান ব্লাড সার্ভিসেসও ইউকে ব্লাড সার্ভিসের সঙ্গে প্রতি সপ্তাহে যোগাযোগ করছে।
স্ক্রিনিংয়ের এ পদ্ধতি পরিবর্তনের সুপারিশ হেলথ কানাডার কাছে উপস্থাপনের পরিকল্পনা করছে কানাডার ব্লাড সার্ভিসেস। যুক্তরাজ্যের মতো তারাও রক্ত দিতে ইচ্ছুক সমকামীদের সঙ্গে বৈষম্যমূলক আচরণের অবসান ঘটাতে চাইছে।
বর্তমানে কোনো পুরুষ রক্ত দিতে চাইলে সর্বশেষ তিন মাসে তিনি কোনো পুরুষের সঙ্গে যৌনকর্ম করেছেন কিনা তা জানতে চাওয়া হয়। আর নারীদের কাছে জানতে চাওয়া হয় সর্বশেষ ১২ মাসে অন্য কোনো পুরুষের সঙ্গে যৌনকর্ম করেছেন এমন কোনো পুরুষের সঙ্গে যৌনকর্ম করেছেন কিনা সেই তথ্য।