-0.1 C
Toronto
বুধবার, মার্চ ১২, ২০২৫

এমনই হই সবাই!

এমনই হই সবাই!
এমনই হই সবাই

গতকাল ছিল টরন্টোর সবচেয়ে বেশি স্নোফলের দিন এবার। অবশ্য আগের রাত থেকে ঝুরঝুর করে পড়া শুরু হয়েছিল যা থামে নি গতকাল সন্ধ্যা অবধি। স্নো পরিস্কার করা শুরু করেছিলেন আমার husband আগের দিন রাতেই।  পরিস্কার করেছিলেন অনেকটা। সকালেও তুষারের স্তুপ হয়েছিল পুরো ড্রাইভওয়ে, সাইডওয়াক জুড়ে।

আমার husband একটু অসুস্থতা ফিল করতেছিলেন সকালের দিকে। ঐ যে সিজেনাল ভাইরাস হয় যেগুলো আরকি। তারপরেও উনি চলে গেছেন বাইরে। সকালে পড়ে থাকা স্নোগুলো সরানোর জন্য। আমিও গেছি একটু পরেই।

- Advertisement -

আমার husband আমাকে দেখে বললেন, “এই যে দেখ স্নোগুলো সব পরিস্কার করে দিয়ে গেছে।”

আমি দেখলাম ড্রাইভওয়ের সামনের দিকের অর্ধেকটা একেবারে রাস্তা পর্যন্ত পরিস্কার। কে করেছে সেটি আমি জানতে চাওয়ার আগেই আমার husband বললেন, “কেভিন পরিস্কার করে গেছে।’

কেভিনের কথা আমি আগেও বলেছি।  কেভিন হলো আমাদের বাড়ির বামে যে বাড়িটা সেই বাড়ির ছেলে। মানে আমাদের লেফট হ্যান্ড সাইড নেইবর। তার মায়ের নাম ডোনা। ডোনা মা*রা গেছে গতবছর। তারা খোদ কানাডিয়ান পিপল।

তো কেভিন যখন সকালে উঠে নিজের বাড়ির স্নোগুলো পরিস্কার করেছে তখন সে আমাদের বাড়ির সামনে ও সাইডওয়াকের সব স্নো পরিস্কার করে দিয়ে গেছে। পাশাপাশি বাড়ি তো। তার মানে কেভিনের স্নো পরিস্কার করার মেশিন আছে। সেই মেশিন চালাতে গ্যাস কিনতে হয়।

আমার husband যখন বাইরে বেরিয়ে দেখেন স্নো পরিস্কার, তখন তিনি ঘাড় দেখতেছিলেন কেউ আছে কিনা। দেখতে পান কেভিনকে মেশিন হাতে। তিনি তো অসংখ্য ধন্যবাদ জানালেন ঘরের খেয়ে বনের মোষ তাড়ানোর জন্য।

কেভিন অতিরিক্ত ভদ্রতায় ঘাড় নিচে নামিয়ে বলল, ” it’s ok”

এই কেভিন এমনই একটা ছেলে যে তার মাকে আ*মৃত্য দেখে রেখেছিল। ওল্ড হোমে তো রেখে আসেই নি, বরং যতদিন তার মা বেঁচে ছিলেন ততদিন কেভিন বাড়ির বেইসমেন্টে থাকত। এমনকি প্রেমিকাকে বিয়ে করেছে অনেক পরেই। মায়ের ভালোভাবে সেবা করার জন্যও হতে পারে বিয়ের বিলম্বতা। বিয়ের পরেও বউকে নিয়ে বেইসমেন্টে থেকেছে, মাকে রেখেছে ওপরেই। বাড়ির ওপরের তলাতেই মায়ের জায়গা যেমন, মনের মাঝেও রেখেছিল ঠিক সর্বোচ্চ স্থানে। এমনটা খুব কম প্রত্যক্ষ করা যায়।

আর স্নো পরিস্কারের কথা বললাম না আমাদের করে দিয়েছে? সে ঐ নেইবারহুডের এপাশ-ওপাশ সব পাশেই করে দেয় প্রায় দশটা বাড়ি হবে। বিনা শর্তে, নিজের গরজে।

সেই কারণে আমরা বড়োই লাকি যে আমাদের পাশে এমন প্রতিবেশি পেয়েছি। ডানে পাশের প্রতিবেশও ভালো।

এদেশে একটা কথা আছে। যদি নেইবারহুড ভালো হয় মানে gentle, শান্ত পরিবেশ হয় সেই নেইবারহুডের নাম ও দাম থাকে।

আমাদের সবার এমনই হওয়া উচিত।

আল্লাহ আপনাদের সুস্থ রাখুন।

 

টরন্টো, কানাডা

- Advertisement -

Related Articles

Latest Articles