0.2 C
Toronto
শুক্রবার, মার্চ ১৪, ২০২৫

‘চাচা, হাসু আপা কোথায়?’

‘চাচা, হাসু আপা কোথায়?’
ছবি সংগৃহীত

সিলেটে হঠাৎ মার্কেটের একটি সাইনবোর্ডে ভেসে উঠেছে ‘চাচা, হাসু আপা কোথায়? মুদির কাছে পালিয়ে গেছে?’। পরে কে বা কারা এটি ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছেড়ে দিলে মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে।

বুধবার রাতে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা যায়, গোলাপগঞ্জের চৌমুহনী এলাকার কুশিয়ারা শপিং কমপ্লেক্সের ২য় তলায় রয়েছে নিরাময় ডেন্টাল কেয়ার। সেখানে স্থাপন করা একটি সাইনবোর্ডে হঠাৎ ভেসে উঠেছে- ‘চাচা, হাসু আপা কোথায়? মুদির কাছে পালিয়ে গেছে?’

- Advertisement -

এ ব্যাপারে নিরাময় ডেন্টাল কেয়ারের পরিচালক (টেকনিক্যাল) মারজান সিদ্দিকী বৃহস্পতিবার জানান, কে বা কারা সাইনবোর্ডটি হ্যাক করে এমন লেখা দিয়েছে। আমরা বিষয়টি নিয়ে থানায় জিডির আবেদন করেছি।

গোলাপগঞ্জ থানার ওসি মনিরুজ্জামান মোল্লা বলেন, খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে মার্কেটটি বন্ধ পায়। পরে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি, সাইনবোর্ডটি হ্যাক করে ওই লেখা ছড়িয়ে দেওয়া হয়েছে। এমনটি যাতে আর না হয়, সেজন্য পরবর্তী ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

- Advertisement -

Related Articles

Latest Articles