2.9 C
Toronto
রবিবার, এপ্রিল ২০, ২০২৫

সাতবার প্রেমে পড়েছি, আগের প্রেমিকের ভালোবাসা এতটাই ছিলো যে আমার হার্টবিট বেড়ে যেত: রাজ রীপা

সাতবার প্রেমে পড়েছি, আগের প্রেমিকের ভালোবাসা এতটাই ছিলো যে আমার হার্টবিট বেড়ে যেত: রাজ রীপা - the Bengali Times
রাজ রীপা

ভ্যালেন্টাইন্স ডে-তে মুক্তি পেয়েছে রাজ রীপার নতুন সিনেমা ‘ময়না’। মুক্তির প্রথম দিনেই সিনেমা হল পরিদর্শনে গিয়েছিলেন এই অভিনেত্রী। দর্শকদের সাড়া দেখে উচ্ছ্বাস প্রকাশ করে তিনি বলেন, “অনেকেই প্রেম করছে, আবার সিনেমাও দেখছে—এটা ভালো লাগছে। আমার সিনেমা তো প্রেমময় একটি গল্প নিয়ে, তাই গার্লফ্রেন্ড-বয়ফ্রেন্ডদেরই দেখার কথা।”

ব্যক্তিগত জীবন নিয়েও খোলামেলা মন্তব্য করেন রাজ রীপা। প্রেমের অভিজ্ঞতা প্রসঙ্গে তিনি জানান, “এটি আমার সপ্তম প্রেম। আমি সাতবার প্রেমে পড়েছি। আমার আগের প্রেমিক আমাকে খুব ভালোবাসত, এতটাই যে তার হার্টবিট বেড়ে যেত।”

- Advertisement -

ধর্মীয় অনুভূতি ও পোশাক প্রসঙ্গে তিনি বলেন, “হিজাব আমি আগে থেকেই পরি। আজ শবে বরাত, তাই ধর্মের দিকটা চিন্তা করেই শালীনভাবে বের হয়েছি। ইনশাআল্লাহ, ভবিষ্যতে ঢাক-ঢোল পিটিয়ে বিয়ে করব।”

- Advertisement -

Related Articles

Latest Articles