3.2 C
Toronto
বৃহস্পতিবার, মার্চ ১৩, ২০২৫

ব্যক্তিগত সহকারী খুঁজছেন পিয়া জান্নাতুল, ১৫ মিনিটের মধ্যে ১০০ জন প্রার্থী

ব্যক্তিগত সহকারী খুঁজছেন পিয়া জান্নাতুল, ১৫ মিনিটের মধ্যে ১০০ জন প্রার্থী
পিয়া জান্নাতুল

ব্যক্তিগত সহকারী খুঁজছেন জনপ্রিয় মডেল ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার পিয়া জান্নাতুল। ব্যক্তিগত সহকারী চেয়ে নিজের ভ্যারিফায়েড ফেসবুক পেজে পোস্ট দিয়েছেন তিনি। পোস্ট দেওয়ার ১৫ মিনিটের মধ্যে ১০০ জন আগ্রহীর কাছ থেকে জীবনবৃত্তান্ত (সিভি) পেয়েছেন বলেও জানিয়েছেন এ মডেল।

পোস্টে পিয়া লেখেন, আমি একজন অত্যন্ত উৎসাহী ব্যক্তিকে ব্যক্তিগত সহকারী হিসেবে যোগদানের জন্য খুঁজছি। যিনি আমার সঙ্গে অফিসে এবং বাইরে- উভয়দিকেই কাজে সহযোগিতা করতে আগ্রহী থাকবেন। তবে আপনাকে অবশ্যই নমনীয় হতে হবে এবং কাজ সম্পর্কিত আমার সঙ্গে ভ্রমণের জন্য প্রস্তুত থাকতে হবে।

- Advertisement -

আগ্রহীরা যাতে সিভি পাঠাতে পারেন তাই পোস্টে নিজের ই-মেইল অ্যাড্রেস যুক্ত করে দেন পিয়া। আর সেখানে আবেদন করতে থাকেন আগ্রহীরা।

এরপর অনেকেই পিয়াকে মেইল করতে থাকেন। সিভি পাওয়ার বিষয়ে পিয়া মন্তব্যের ঘরে লেখেন, ‘অনুগ্রহ করে আপনার কাজের বিবরণটি বুঝুন। আপনি যদি ঢাকা বা দেশের বাইরে থাকেন, তাহলে আবেদন পাঠাবেন না। ১৫ মিনিটে ১০০ আবেদন পেয়েছি। দয়া করে আপনার ও আমার- উভয়েরই সময় নষ্ট করবেন না।’

পিয়া জান্নাতুল ১৬ বছর বয়স থেকে মডেলিংয়ের সঙ্গে যুক্ত। ২০০৭ সালে তিনি ‘মিস বাংলাদেশ’ খেতাব অর্জন করেন। আন্তর্জাতিক অঙ্গণেও মডেলিং করেছেন তিনি। এর পাশাপাশি চালিয়ে গেছেন পড়ালেখা। ব্যারিস্টারি পাস করে সুপ্রিম কোর্টের আইনজীবী, সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের সঙ্গে কাজ শুরু করেন তিনি। বছরখানেক আগে ব্যারিস্টার সুমন সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় পেছনে দাঁড়িয়ে হাসছিলেন পিয়া। তার সে হাসি মন কেড়ে নেয় অনেকের। সে হাসিতে নতুন করে আলোচনায় আসেন তিনি।

- Advertisement -

Related Articles

Latest Articles