-0 C
Toronto
বুধবার, মার্চ ১২, ২০২৫

যৌন নির্যাতন থেকে প্রাণনাশের হুমকি, এক পর্বেই পাল্টে গেল অপূর্বার দুনিয়া!

যৌন নির্যাতন থেকে প্রাণনাশের হুমকি, এক পর্বেই পাল্টে গেল অপূর্বার দুনিয়া!
কনটেন্ট ক্রিয়েটর অপূর্বা মুখিজা

নেট দুনিয়ায় ‘দ্য রেবেল কিড’ নামেই পরিচিত কনটেন্ট ক্রিয়েটর অপূর্বা মুখিজা। কিন্তু সেই রেবেলকেই এবার ফেইস করতে হচ্ছে মানুষের নানা আক্রোশ। সম্প্রতি তুমুল সমালোচনার মুখে থাকা রণবীর এলাহাবাদিয়া যেই অনুষ্ঠানে একজন প্রতিযোগীকে পিতামাতার যৌনতা সম্পর্কে প্রশ্ন করেছিলেন সেই ইন্ডিয়া’স গট ল্যাটেন্ট প্যানেলের অংশ ছিলেন তিনি।

রণবীর তার মন্তব্যের জন্য সমালোচনার কবলে পড়লেও এখন জানা গেছে তার পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় ঘৃণার শিকার হচ্ছেন অপূর্বাও।

- Advertisement -

অনলাইনে যৌন নির্যাতন, হয়রানি এবং মৃত্যুর হুমকি পাচ্ছেন ‘দ্য রেবেল কিড’। সম্প্রতি অপূর্বার বন্ধু রিদা থারানা তার নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে মন্তব্যকারীদের তীব্র সমালোচনা করেছেন।
সেখানে তিনি লেখেন, ‘আমি কখনো ভাবতেও পারিনি যে কিছু মানুষ নারীদের ঘৃণা করে, কেবল তারা নারী বলে। তারা নারী হিসেবে নিঃশ্বাস নিচ্ছেন, বেঁচে আছেন, নিজেকে ভালোবাসছেন, এমনকি বেড়ে ওঠার সাহস দেখাচ্ছেন এটাই মূল সমস্যা।

একজন নারীরও অন্য যে কারো মতো একই সমস্যা হতে পারে সেটা কেউ ভাবতে পারে না, কারণ তিনি একজন নারী। তাই সব সময় পরিস্থিতি আরো খারাপ করে হয়। যখন আপনাকে ক্রমাগত হুমকি দেওয়া হয়, আপনাকে প্রাণে মারার হুমকি দেওয়া হয় এবং এমন একটি দেশে বাস করা হয়, যেখানে আপনাকে রক্ষা করার কথা ছিল, তখন আপনি কিভাবে নিরাপদ বোধ করবেন?’

এদিকে সাম্প্রতিক ইস্যুতে রাজস্থান ট্যুরিজমের ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম একাডেমির (আইফা) সহযোগিতায় ট্রেজার হান্ট শুট থেকে অপূর্বাকে বাদ দেওয়া হয়েছে বলে খবর।

 

- Advertisement -

Related Articles

Latest Articles