
হাসিনার জন্য মানুষ নারীদের রাজনীতিতে বিশ্বাস করতে সময় নেবে বলে মন্তব্য করেছেন সমন্বয়ক নুসরাত তাবাসসুম। তিনি আরো বলেন, জুলাই আন্দোলনে আমরা নারীদের ব্যাপক অংশগ্রহণ দেখেছি, কিন্ত তারপর থেকে বাংলাদেশের রাজনীতি প্রতি পদে পদে মোড় নিচ্ছে তাতে প্রতি মিনিটে নতুন পৃষ্ঠা লেখা হচ্ছে। সেখানে নারীদের অংশগ্রহণ শুধু কমে ই গেছে তা না, বরং আগে থেকে যারা রাজনীতি করত তাদেরকেও এখন তেমন একটা দেখা যাচ্ছে না। আমি নিজেই ক্যামেরার সামনে কম আসি। প্রতি পদে পদে আমাকে শুনতে হয় জুলাইয়ের নারীরা কোথায় হারিয়ে গেল।
নুসরাত বলেন, বাংলাদেশের নারীদের রাজনীতিতে অংশগ্রহণ এই কাজটা সবচেয়ে বেশি কঠিন করে গেছে শেখ হাসিনা নিজে। শেখ হাসিনা ১৬ বছর ধরে অত্যাচারের যে দৃষ্টান্ত তৈরি করে গেছে তাতে বাংলাদেশে নারী-পুরুষ নির্বিশেষে মানুষ নারীকে রাজনীতিতে বিশ্বাস করতে সময় নিবে। শেখ হাসিনার এই পাপের ফল আমাদের সবাইকে ভুগতে হচ্ছে।
বাংলাদেশের রাজনীতিতে নারীদের ফিরিয়ে আনতে শেখ হাসিনার বিচার নিশ্চিত করতে হবে। তাই যতদিন না আওয়ামী লীগ নিষিদ্ধ হচ্ছে ও শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার করা হচ্ছে, ততদিন বাংলাদেশের রাজনীতিতে নারীদের উপস্থিতি কমতে থাকবে। সবার আগে হতে হবে বিচার, তারপর সংস্কার তারপর নির্বাচন নিয়ে কথা হতে পারে।