
ছবি সংগৃহীত
পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিকের প্রাক্তন স্ত্রী, ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জার সঙ্গে এক সময় প্রেমের গুঞ্জন ছিলো বলিউড অভিনেতা শহীদ কাপুরের। সে প্রেম কি শুধুই গুঞ্জন নাকি সত্যি এমন প্রশ্নে হেয়ালি ভরা উত্তর দেন সানিয়া।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন থেকে জানা যায়, বলিউড প্রযোজক করণ জোহরের ‘কফি উইথ করণ’ অনুষ্ঠানে অংশ নিয়ে নিজের ব্যক্তিগত বিষয় নিয়ে বলেন সানিয়া মির্জা। ‘কফি উইথ করণ’ অনুষ্ঠানের সিজন ফাইভে অংশ নিয়েছিলেন এ টেনিস তারকা। সে অনুষ্ঠানে অংশ নিয়ে ব্যক্তিগত জীবনের অনেক না বলা কথাই ফাঁস করেন তিনি।
বলিউড অভিনেতা শহীদ কাপুরের সঙ্গে অতীতে অনেক প্রেমের গুঞ্জন ছিলো সানিয়ার। এ গুঞ্জনের সত্যতা যাচাইয়ে সানিয়াকে করণ সরাসরিই প্রশ্ন করে বলেন, শহীদ কাপুরের সঙ্গে সানিয়ার কি কখনও প্রেমের সম্পর্ক ছিল?
এমন প্রশ্নের উত্তরে সানিয়া বলেন, আমার আসলে কিছু মনে নেই। এটা অনেক আগের কথা। আমি তখন অনেক বেশি ট্রাভেল করতাম। ফলে এটা হওয়ারই কথা না। সম্প্রতি আট বছরের পুরনো সেই সাক্ষাৎকার নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে। যার কারণে সানিয়া ও শহীদকে নিয়ে নতুন জল্পনা শুরু হয়েছে।
উল্লেখ্য, বলিউড অভিনেত্রী কারিনা কাপুরের সঙ্গে ব্রেকআপের পর শহীদ কাপুর ২০১৫ সালে মীরা রাজপুতকে বিয়ে করেন। এই দম্পতির দুই সন্তান রয়েছে। অন্যদিকে, ২০১০ সালে পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিকের সঙ্গে গাঁটছড়া বাঁধেন সানিয়া। তবে ২০২৪ সালে তাদের দীর্ঘ ১৪ বছরের দাম্পত্য সম্পর্কের ইতি ঘটায়। সেই সংসারে তাদের একটি পুত্র সন্তান রয়েছে।