-0 C
Toronto
বুধবার, মার্চ ১২, ২০২৫

খরচ কমাতে কানাডার বিশ্ববিদ্যালয়গুলোর নানা উদ্যোগ

খরচ কমাতে কানাডার বিশ্ববিদ্যালয়গুলোর নানা উদ্যোগ
আন্তর্জাতিক শিক্ষার্থী পারমিট অটোয়া কমিয়ে আনায় অর্থের ঘাটতিতে পড়েছে কানাডার কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলো

আন্তর্জাতিক শিক্ষার্থী পারমিট অটোয়া কমিয়ে আনায় অর্থের ঘাটতিতে পড়েছে কানাডার কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলো। এটা তারা সামাল দিচ্ছে ছাঁটাই, নতুন নিয়োগ বন্ধ রেখে এবং সেবা কমিয়ে দেওয়ার মাধ্যমে। পোস্ট-সেকেন্ডারি শিক্ষা খাতের লোকজন এমনটাই বলছেন।

এক বছর আগে ফেডারেল সরকার স্টাডি পারমিট ৩৫ শতাংশ হ্রাসের ঘোষণা দেয়। ২০২৪ সালের জন্য স্টাডি পারমিটের সংখ্যা ৩ লাখ ৬০ হাজারে নামিয়ে আনা হয়। কানাডার স্থায়ী ও অস্থায়ী অভিবাসনের যে লক্ষ্যমাত্রা এটা তার প্রথম পদক্ষেপ।

- Advertisement -

আন্তর্জাতিক শিক্ষার্থীরা উচ্চ শিক্ষার বাবদ স্থানীয় শিক্ষার্থীদের চেয়ে অনেক বেশি ফি পরিশোধ করেন। কানাডাজুড়ে পোস্ট-সেকেন্ডারি ইনস্টিটিউশনগুলো এই ঘাটতি পূরণে এখনো হিমশিম খাচ্ছে। পাশাপাশি কোন কোন প্রোগ্রাম ও সেবাগুলো ছাড়াই তারা চলতে পারে সেই সিদ্ধান্ত তাদের নিতে হচ্ছে।

তার সংগঠনের স্কুলগুলো এই অর্থবছরে ৩৩ কোটি ডলার ক্ষতির প্রত্যাশা করছে। আসন্ন অর্থবছরে ক্ষতি হবে ৬০ কোটি ডলার। এই সংগঠনে প্রদেশের শীর্ষ ২০টি বিশ্ববিদ্যালয় রয়েছে।

অন্টারিওর বিশ্ববিদ্যালয়গুলো যখন ব্যাপক আর্থিক চ্যালেঞ্জের সম্মুখীন তখন খাতটির ওপর এর গভীর নেতিবাচক প্রভাব রয়েছে। আমরা প্রোগ্রামিং ও সার্ভিস কমানোর পাশাপাশি ছাঁটাই, নতুন নিয়োগ স্থগিত ও বিলম্বিত মূলধনী বিনিয়োগের মতো ঘটনা প্রত্যক্ষ করছি। আমাদের নয়টি শিক্ষার্থীদের জন্য আবাসন প্রকল্প রয়েছে। এগুলো হয় বাতিল হয়েছে অথবা বিলম্বিত হয়েছে।

শিক্ষার্থীদের সেবা হ্রাস দেখতে হচ্ছে। এর মধ্যে রয়েছে লাইব্রেরি খোলা থাকার সময় ও সেবা হ্রাস এবং অ্যাকাডেমিক উপদেষ্টাদের কাছে প্রবেশ কমে আসা।

দেশে টিউশন ফির পরিমাণে ভিন্নতা রয়েছে। কিন্তু আন্তর্জাতিক শিক্ষার্থীরা অব্যাহতভাবে স্থানীয় শিক্ষার্থীদের চেয়ে বেশি পরিশোধ করে আসছে। টরন্টো মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে স্থানীয় আন্ডারগ্র্যাজুয়েট শিক্ষার্থীদের টিউশন ফি ৭ হাজার ২০০ থেকে ১১ হাজার ডলার। এর বিপরীতে একই কোর্সে আন্তর্জাতিক শিক্ষার্থীদের পরিশোধ করতে হয় ৩৫ থেকে ৪০ হাজার ডলার।

ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলাম্বিয়ায় অধিকাংশ আন্ডারগ্র্যাজুয়েট শিক্ষার্থীদের প্রথম বর্ষের কোর্সের জন্য টিউশন ফি পরিশোধ করতে হয় ৫ হাজার ৯০০ ডলারের মতো। একই প্রোগ্রামে আন্তর্জাতিক শিক্ষার্থীদের কাছ থেকে নেওয়া হয় ৪৭ হাজার ডলার। অন্টারিওর ইউনিভার্সিটিগুলোর প্রায় ১৯ শতাংশ শিক্ষার্থী আন্তর্জাতিক।

This article was written by Sohely Ahmed Sweety as part of the LJI.

- Advertisement -

Related Articles

Latest Articles