-2.8 C
Toronto
বুধবার, মার্চ ১২, ২০২৫

শিশুদের মধ্যে শ্বাসতন্ত্রের অসুস্থতা বাড়তে পারে

শিশুদের মধ্যে শ্বাসতন্ত্রের অসুস্থতা বাড়তে পারে
টরন্টোতে শ্বাসতন্ত্রের অসুস্থতা অব্যাহতভাবে বাড়তে থাকায় স্কুলগুলোতে বর্ধিত ঝুঁকির ব্যাপারে সতর্ক করেছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা

টরন্টোতে শ্বাসতন্ত্রের অসুস্থতা অব্যাহতভাবে বাড়তে থাকায় স্কুলগুলোতে বর্ধিত ঝুঁকির ব্যাপারে সতর্ক করেছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। টরন্টো জনস্বাস্থ্য বিভাগ বলেছে, জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে তারা ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত ৫৭০ জনকে শনাক্ত করেছে। কোভিড-১৯ শনাক্তের হার প্রায় ১১ শতাংশ।

কমিউনিটিতে যা হচ্ছে স্কুলেও তাই দেখা যায়। এবং আমরা দেখতে পাচ্ছি যে, এটা আমাদের শ্বাসতন্ত্রের অসুস্থতার চূড়ান্ত মৌসুম। এই সময়ে কোভিড, ফ্লু ও আরএসভি সাধারণত সর্বোচ্চ পর্যায়ে থাকে। ফল থেকে কোভিড রয়েছে এবং সর্বোচ্চ পর্যায় ধরে রেখেছে। ফ্লুও বাড়ছে। তবে আরএসভি নিম্নমুখী প্রবণতায় রয়েছে।

- Advertisement -

নগরীর ওয়েস্টওয়ার উপাত্ত বলছে, ১৪ জানুয়ারি পর্যন্ত কোভিড, আরএসভি এবং ইনফ্লুয়েঞ্জার কার্যক্রম সর্বোচ্চ পর্যায়ে রয়েছে।

ডা. দুবে বলেন, এই ভাইরাসের বিস্তার বৃদ্ধির কারণ অংশত শীত। আমরা এখন ইনডোরে অনেক বেশি সময় কাটাচ্ছি। এ কারণে বছরের এই সময়ে ভাইরাসের বিস্তারও বেশি হয়।

এ সপ্তাহের গোড়ার দিকে টরন্টো জনস্বাস্থ্য বিভাগ স্কুলে শ্বাসতন্ত্রের সংক্রমণের বিস্তার সীমিত রাখতে বাবা-মা ও শিক্ষার্থীদের মনে করিয়ে দিয়েছিল। ডা. দুবে বলেন, আমরা যদি অসুস্থ্য হই তাহলে স্কুলে না যাওয়ার চেয়ে বাড়িতে থাকাই শ্রেয়। যতটা সম্ভব হাত ধুতে হবে। হাচি বা কাশি হলে জামার হাত বা কনুই দিয়ে মুখ ঢাকতে হবে। এই মৌসুমে নিজেদের এবং ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের সুরক্ষিত রাখার সর্বোত্তম উপায় হচ্ছে মাস্ক পরিধান করা এবং ভ্যাকসিন হালনাগাদ রাখা। নতুন বছরে আমাদের শিশুদের জন্য আরএসভি ইমিউনাইজেশন প্রোগ্রাম রয়েছে।

এটা দারুণ এবং চলতি বছর আমাদের শিশুরা আরএসভি থেকে কেনা ভালোভাবে সুরক্ষিত রয়েছে তাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। কোভিড এবং ফ্লুর ভ্যাকসিন এখনো পাওয়া যাচ্ছে। এ ব্যাপারে অধিকতর তথ্যের জন্য আপনারা স্থানীয় ফার্মেসি অথবা স্বাস্থ্যসেবা প্রদানকারীদের সঙ্গে যোগাযোগ করতে পারেন।

This article was written by Sohely Ahmed Sweety as part of the LJI.

- Advertisement -

Related Articles

Latest Articles