
মার্কিন যুক্তরাষ্ট্রে টিকটক নিষিদ্ধের প্রাক্কালে বহু কানাডিয়ান ব্যবহারকারী প্রতিযোগী চীনা সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাপ জিয়াহংসুর প্রতি ঝুঁকেছেন। অ্যাপটি রেডনোট নামেও পরিচিত। কানাডায় ডাউনলোড চার্টের উপরের দিকে চলে গেছে অ্যাপটি।
যুক্তরাষ্ট্রে টিকটক নিষিদ্ধের পেছনে রয়েছে টিকটকের চীনা মূল কোম্পানি বাইটড্যান্স লিমিটেড নিয়ে নিরাপত্তা উদ্বেগ। চীনের জাতীয় নিরাপত্তা আইন দেশের সংস্থাগুলোকে সরকারের গোয়েন্দা তথ্য সংগ্রহে সহযোগিতায় বাধ্য করে।
বাইটড্যান্স বিক্রি না করলে টিকটক নিষিদ্ধ করার যে ফেডারেল আইন শুক্রবার সর্বসম্মতভাবে তা সমুন্নত রেখেছেন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। টিকটক নিষিদ্ধের প্রাক্কালে যুক্তরাষ্ট্র ও কানাডার বহু ব্যবহারকারী জিয়াওহংসু অ্যাপ ডাউনলোড করে নেন। রেডনোট নামে পরিচিত অ্যাপটি সরাসরি চীনভিত্তিক এবং এটি মান্দারিন ভাষায়।
কার্লেটন ইউনিভার্সিটির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সহযোগী অধ্যাপক স্টেফানি কারভিন বলেন, টিকটকের কিছু থিওরিটিক্যাল সুরক্ষাকবচ রয়েছে। যেমন এর ডেটা যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে ব্যবহার করা এবং চীনে রসঙ্গে বিনিময় না করার নিশ্চয়তা। তবে মৌলিক এসব সুরক্ষার কোনোটাই রেডনোটে নেই।
২০১৩ সালে টিকটকের নির্বাহীরা একটি সংসদীয় কমিটির সামনে হাজির হন এবং কানাডিয়ান এমপিদের বলেন, অ্যাপটি চীন সরকার দ্রারা নিয়ন্ত্রিত নয় এবং কানাডিয়ান উপাত্ত মজুদ করা হয় যুক্তরাষ্ট্র, মালয়েশিয়া ও সিঙ্গাপুরের সার্ভারে।
কানাডিয়ানদের রেডনোট অ্যাপ ব্যবহার বৃদ্ধির বিষয়ে জানতে চাইলে শিল্পমন্ত্রী ফ্রাসোয়াঁ-ফিলিপ শ্যাম্পেইনের মুখপাত্র অড্রে চ্যাম্পো এক বিবৃতিতে বলেন, ব্যক্তিগত উপাত্তের ব্যাপারে কানাডিয়ানদের জ্ঞাত সিদ্ধান্ত গ্রহণ করা উচিত। সেই সঙ্গে কীভাবে এটা ব্যবহৃত হচ্ছে সতর্কতার সঙ্গে সেটা বিবেচনা করা উচিত।