-0.8 C
Toronto
বুধবার, মার্চ ১২, ২০২৫

সেই ‘হেনা’কে টাঙ্গাইলে খুঁজে পেলেন বাপ্পারাজ!

সেই ‘হেনা’কে টাঙ্গাইলে খুঁজে পেলেন বাপ্পারাজ!
সংগৃহীত ছবি

‘চাচা, হেনা কোথায়?’— এক সংলাপে সয়লাব সোশ্যাল মিডিয়া। গেল বেশ কিছুদিন সামাজিক যোগাযোগ মাধ্যমের নিউজফিডে বাপ্পারাজ ও শাবনাজের সিনেমার একটি দৃশ্য তুমুল চর্চায় ছিল। সে সংলাপ নিয়ে তৈরি হয়েছে অসংখ্য মিমস ও ভিডিও। যা নিয়ে বেশ মজা নিয়েছেন এর মূল দুই শিল্পীও।

অবশেষে সেই ‘হেনা’কে খুঁজে পেলেন বাপ্পারাজ! সম্প্রতি টাঙ্গাইলে দেখা হলো দুজনের। শাবনাজের স্বামী চিত্রনায়ক নাঈম তার নিজ বাড়ি, টাঙ্গাইলের সাহেব বাড়িতে এক অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। সেখানে আমন্ত্রিত অতিথি ছিলেন বাপ্পারাজসহ আরও অনেকে।

- Advertisement -

সেখানে মজার ছলে কনটেন্টও তৈরি করেছেন নাঈম, শাবনাজ ও বাপ্পারাজ।

নিজের ফেসবুকে শেয়ার করা নাঈমের এক ভিডিওতে দেখা যায়, একটি গাড়িতে চড়ে এসে নাঈমকে বাপ্পারাজ জিজ্ঞেস করেন, ‘নাঈম ভাই, হেনা কোথায়?’ উত্তরে নাঈম মজা করে বলেন, ‘বাপ্পা, তুই অনেক দেরি করে ফেলেছিস! হেনার তো আমার সঙ্গে অনেক আগেই বিয়ে হয়ে গেছে।’ সঙ্গে সঙ্গে বাপ্পারাজ চিৎকার করে বলেন, ‘না, আমি বিশ্বাস করি না…!’
নাঈম তখন হেসে বাপ্পারাজের পিঠ চাপড়ান। এ সময় উপস্থিত থাকা অতিথিরা ‘প্রেমের সমাধি ছেড়ে…’ গানটি গাইতে শুরু করেন। এর পরই তাদের পেছন থেকে এসে সামনে হাজির হন হেনা অর্থাৎ শাবনাজ।

ভাইরাল হওয়া সংলাপটি ছিল ১৯৯৬ সালে মুক্তিপ্রাপ্ত ‘প্রেমের সমাধি’ সিনেমার। ছবিতে হেনা চরিত্রে অভিনয় করেছিলেন শাবনাজ, আর বকুলের ভূমিকায় ছিলেন বাপ্পারাজ। সিনেমাটির নির্মাতা ছিলেন ইফতেখার জাহান, আর কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য করেছেন দেলোয়ার জাহান ঝন্টু।

- Advertisement -

Related Articles

Latest Articles