-0 C
Toronto
বুধবার, মার্চ ১২, ২০২৫

সন্তান জন্মদানের পর স্বামীর থেকে কোটি টাকার উপহার নিলেন স্ত্রী!

সন্তান জন্মদানের পর স্বামীর থেকে কোটি টাকার উপহার নিলেন স্ত্রী!
সংগৃহীত ছবি

দুবাইয়ের এক নারী সম্প্রতি আলোচনায় এসেছেন। তিনি দ্বিতীয় সন্তানের জন্ম দিয়েছেন। তবে আলোচনা এটি নিয়ে নয়। মূলত দ্বিতীয় সন্তান জন্ম দেওয়ার পর স্বামীর কাছ থেকে বিলাসবহুল নানা উপহার নিয়েছেন তিনি।

আর সেগুলোর পোস্ট করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে। তা দেখেই দর্শকদের চক্ষু চড়কগাছ।

- Advertisement -

সন্তান জন্ম দেওয়ার আগেই অবশ্য এসব বায়না ধরেছিলেন ওই নারী। পরে সেগুলো বুঝেও নিয়েছেন।

তবে, এবারই প্রথম নয়। মাঝেমধ্যেই তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের লাইফস্টাইলের নানা ভিডিও দেন।

মালাইকা রাজা নামে ওই নারী এবার একটি কাস্টমাইজড গোলাপী মার্সিডিজ বেঞ্জ জি ওয়াগন নিয়েছেন। ২ মিলিয়ন ডলারের বাড়ি, ডিজাইনার ব্যাগ এবং নানা গয়নাও নিয়েছেন।

ইনস্টাগ্রামে দেওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, মিসেস রাজা তার স্বামীর সাথে দাঁড়িয়ে আছেন। এরপরই কী কী উপহার পেয়েছেন সেগুলো দেখান। নতুন এক সন্তান পৃথিবীতে নিয়ে আসায় বাবার পক্ষ থেকে এসব উপহার। যার মধ্যে একটি জি ওয়াগন, সাথে একটি নতুন ২ মিলিয়ন ডলার মূল্যের বাড়ি। এ ছাড়া মেয়ের জন্য পোশাকও রয়েছে উপহারের তালিকায়।

- Advertisement -

Related Articles

Latest Articles