
পূর্ণতা না পেলেও প্রথম প্রেমের মিষ্টিমধুর সময়টা অধিকাংশ মানুষের স্মৃতিতেই রয়ে যায় অম্লান। প্রথমবারের মতো পৃথিবীতে সব প্রিয় মানুষের চেয়েও ‘আলাদা’ মনে হয়েছিল যে মানুষটিকে, তাঁকে কি আর ভোলা যায়, বলুন? জীবনে প্রথমবারের মতো বিশেষ এক অনুভূতির অভিজ্ঞতা। প্রথম ভালোবাসার শিহরণ তো অনন্য।
পছন্দের মানুষটিকে একপলক দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা, ভালো লাগার কথা প্রকাশ করার সাহস সঞ্চয়, তাঁর মিষ্টি হাসি কিংবা রাগত দৃষ্টি—প্রত্যেকের প্রথম প্রেমই আলাদা একেকটা গল্প। জীবনের বহু বাঁক পেরিয়ে গেলেও সেই গল্প আর গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ সেই চরিত্রকে ভোলা কঠিন। প্রায় অসম্ভবই বলা যেতে পারে; কিন্তু কেন?
সুখের হরমোন
অধিকাংশ মানুষ প্রথম প্রেমে পড়েন কৈশোর কিংবা প্রথম তারুণ্যে। এ সময় দেহে হরমোনের প্রভাব থাকে প্রবল। একজন মানুষের প্রতি ভিন্ন রকম আকর্ষণের প্রথম অনুভূতিটা তাই হয় তীব্র। ভালো লাগার মুহূর্তগুলোতে সুখের হরমোন নিঃসৃত হয়। পছন্দের মানুষের সান্নিধ্যে এসব হরমোনের নিঃসরণ হয়; আর তাতে একজন মানুষ দারুণ সুখ অনুভব করেন। ভালো লাগার অনুভূতির সঙ্গে সেই মানুষটি যে জড়িয়ে আছেন, এ বিষয়টা তাঁর মস্তিষ্কে গেঁথে যায়। প্রথম প্রেমকে তাই ভোলা মুশকিলই বটে!
শৈশব থেকে জীবনের একটি নির্দিষ্ট ধারায় থাকে মানুষ। সেই ধারাতে নিজের অবস্থান থাকে ‘ছোটমানুষ’। বড়দের দেখে ‘বড়’ হওয়ার বাসনাও থাকে মনে। প্রথম প্রেম এমন এক বিশেষ ঘটনা, যার কারণে প্রথমবারের মতো নিজেকে আলাদা একটি অবস্থানে আবিষ্কার করা যায়। এই অবস্থান কিন্তু ‘বড়’ হয়ে ওঠার একটি অবস্থান।
প্রেমের পাঠ
আক্ষরিক অর্থে কাউকে প্রেম শিখিয়ে দিতে হয় না ঠিকই, কিন্তু জীবনে প্রথমবার বিশেষ কাউকে পেয়ে যাওয়ার পর মানুষ সেই ভালোবাসা থেকেই অনেক কিছু শেখে। একটি কথা বলার পর হয়তো উপলব্ধি হয়, কথাটা বলা ঠিক হয়নি! কিংবা কোনো একটি কথা না বলার কারণে পরে আফসোস হয়, কেন যে বলা হলো না! প্রথম প্রেম থেকে এভাবেই মানুষ প্রেম সম্পর্কে নানান কিছু শিখে ফেলে। প্রথম প্রেম ব্যর্থ হলেও কিন্তু সেই ‘শিক্ষা’ আজীবন কাজে আসে।
গুরুত্বপূর্ণ ঘটনা
নতুন অনুভূতি, ভালো লাগা, বড় হয়ে ওঠা—এসব বিবেচনার বাইরেও কিন্তু প্রথম প্রেম জীবনের একটি গুরুত্বপূর্ণ ঘটনা। প্রথমবারের মতো বিশেষ কাউকে উপহার দেওয়া কিংবা কারও থেকে উপহার পাওয়া, প্রথমবার কাউকে প্রেম নিবেদন করা কিংবা প্রেমের প্রস্তাব পাওয়া, প্রথমবার কারও সঙ্গে প্রেমময় সময় কাটানো—সবই আপনার জীবনের গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে জমা হতে পারে স্মৃতিতে। পরবর্তীকালে একই ধরনের ঘটনা ঘটলেও প্রথমটির অনুভূতি ফিরে ফিরে আসতেই পারে মনে।
তবু জীবন এগিয়ে যায়
নানাবিধ বাস্তব কারণেই প্রথম প্রেমে ব্যর্থতার হার বেশি। সেই ব্যর্থতা আপনার কষ্ট হতে পারে; কিন্তু গ্লানি নয়। প্রথম প্রেমের স্মৃতি মনে জাগিয়ে রেখেই জীবনের পথে এগিয়ে যেতে পারেন আপনি। সহজভাবে শুরু করতে পারেন নতুন একটি সম্পর্ক। পুরোনো অভিজ্ঞতা কাজেও দেবে নিঃসন্দেহেই। কম বয়সের সেই অনুভবকে বুকের গহিনে রেখেই আপনার বর্তমানকে রঙিন করে তুলতে পারেন। রঙের আঁচড় দেওয়ার তুলিটা তো আপনারই হাতে।