-0 C
Toronto
বুধবার, মার্চ ১২, ২০২৫

শাশুড়িকে খুন করার পরামর্শ চেয়ে ডাক্তারকে ফোন, অতঃপর …

শাশুড়িকে খুন করার পরামর্শ চেয়ে ডাক্তারকে ফোন, অতঃপর ...
প্রতীকী ছবি

কোন ওষুধ দিলে শাশুড়ির মৃত্যু হবে এমন পরামর্শ চেয়ে চিকিৎসককে ফোন করেছিলেন এক নারী। কিন্তু পুলিশের কাছে সেই খবর পৌঁছাতেই তিনি দাবি করেন, শাশুড়ি নয়, কীভাবে আত্মহত্যা করা যায়, তারই পরামর্শ চেয়েছিলেন। আর এই ঘটনা প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে যায়।

ঘটনাটি ভারতের বেঙ্গালুরুর সঞ্জয় নগরের। শাশুড়িকে খুনের চেষ্টার অভিযোগ উঠেছে ওই নারীর বিরুদ্ধে। এক সংবাদমাধ্যমে চিকিৎসক দাবি করেছেন, গত সোমবার হোয়াটসঅ্যাপে তার কাছে একটি মেসেজ আসে। সেখানে এক নারী তার কাছে জানতে চান কীভাবে শাশুড়িকে স্লো পয়জন করে মারা যায়। চিকিৎসকের দাবি, কেউ যে এমন পরামর্শ চাইতে পারেন তা ভেবে হতবাক হয়ে যান তিনি।

- Advertisement -

‘পাকিস্তান দুর্বল, ভারতের ধারেকাছেও নেই’‘পাকিস্তান দুর্বল, ভারতের ধারেকাছেও নেই’
চিকিৎসকের আরও দাবি, তিনি ওই নারীর প্রস্তাব গুরুত্ব দিতে চাননি। তাকে বলেন, আমার কাজ জীবন বাঁচানো। তারপরই কথোপকথনের স্ক্রিনশট পুলিশকে পাঠান ওই চিকিৎসক। সেই অভিযোগ পেয়েই পুলিশ ওই নারী এবং তার স্বামীকে থানায় ডেকে পাঠায়।

এক পুলিশ কর্মকর্তা বলেন, স্বামীকে নিয়ে থানায় আসেন ওই নারী। জিজ্ঞাসাবাদে দাবি করেন, অনলাইনে চিকিৎসকের ফোন নম্বর পেয়েছিলেন। তবে শাশুড়িকে নয়, তিনি নিজেকে শেষ করে দিতে পরামর্শ চেয়েছিলেন। শুধু তা-ই নয়, তিনি দাবি করেন তার শাশুড়িই এই উপায় জানতে তাকে চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করতে বলেছিলেন।

- Advertisement -

Related Articles

Latest Articles