14.5 C
Toronto
শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

স্ত্রীর সঙ্গে রাগ, মদ খেয়ে ৩০০ ফুট উঁচু টাওয়ারে যুবক!

স্ত্রীর সঙ্গে রাগ, মদ খেয়ে ৩০০ ফুট উঁচু টাওয়ারে যুবক! - the Bengali Times
ছবি সংগৃহীত

প্রতিদিনই স্বামী-স্ত্রীর মধ্যে ঝামেলা হয়। স্বামীর অভিযোগ, শ্যালককে দিয়ে মারধর করান স্ত্রী। এর জেরে রাগে মদ খেয়ে ৩০০ ফুট উঁচু মোবাইল টাওয়ারে উঠে বসেন যুবক। ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, যে কোম্পানিতে কাজ করেন যুবক তার মোবাইল টাওয়ারে উঠেই নাটকীয় ঘটনা তৈরি করেন তিনি।

টাওয়ারে চড়ে উচ্চস্বরে গান গাইতে শুরু করেন যুবক। কখনও হাত ছেড়ে বিপজ্জনক ভঙ্গিতে ভয় দেখাতে থাকেন। প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার উত্তরপ্রদেশের ঝাঁসিতে।

- Advertisement -

বিএসএনএলের কর্মকর্তারা এসে তাকে নামানোর চেষ্টা করলেও জয় কুমার বাধা দেন। তিনি চতুর্থ শ্রেণির কর্মচারী এবং অফিসের কাছে একটি সরকারি কোয়ার্টারে পরিবারের সাথে থাকেন।

তার স্ত্রী বর্ষার অভিযোগ, স্বামী জয় মদ্যপানে আসক্ত ও প্রায়ই তাকে ও সন্তানদের মারধর করেন। মাসের বেশির ভাগ দিনই জয় কাজে যোগ দেন না। তাই পুরো বেতন পান না। লক্ষ লক্ষ টাকা ঋণ নিয়েছেন, এ কারণে পাওনাদাররা তাকে বিরক্ত করেন।

গত বুধবার রাতে মদ্যপান করে জয় বাড়ি এসে স্ত্রীর সঙ্গে ঝগড়া করেন বলে দাবি। অন্যদিকে জয়ের দাবি, স্ত্রীকে তার কোয়ার্টার থেকে বার করে দিতে হবে ও তাকে লখনউতে বদলি করতে হবে। অনেক কষ্টে তাকে টাওয়ার থেকে নামিয়ে আনা হয়। পুলিশ তাকে সাহায্যের আশ্বাস দেয়।

- Advertisement -

Related Articles

Latest Articles