-2.6 C
Toronto
বৃহস্পতিবার, মার্চ ১৩, ২০২৫

ভারতকে হারানোর শর্তে বিশেষ প্রতিশ্রুতি পাকিস্তানি অভিনেত্রীর

ভারতকে হারানোর শর্তে বিশেষ প্রতিশ্রুতি পাকিস্তানি অভিনেত্রীর
পাকিস্তানি অভিনেত্রী বীণা মালিক

চ্যাম্পিয়ন্স ট্রফির বর্তমান চ্যাম্পিয়ন পাকিস্তান। ২০১৭ সালের সবশেষ আসরে ভারতকে হারিয়েই শিরোপা জিতে সরফরাজ আহমেদের পাকিস্তান।

সেই ট্রফি ধরে রাখার ভিশন সামনে রেখে এবারের আসরে মাঠের লড়াইয়ে নামে মোহাম্মদ রিজওয়ানের নেতৃত্বাধীন পাকিস্তান। কিন্তু টুর্নামেন্টের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে হেরে আসর থেকেই ছিটকে যাওয়ার শঙ্কায় পড়েছে স্বাগতিকরা।

- Advertisement -

রোববার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চির প্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষেও তেমন সুবিধা করতে পারেনি দলটি। ৫০ ওভার শেষ না খেলেই গুটিয়ে গেছে ২৪১ রানে।

তবে এই ম্যাচে ভারতকে হারানো নিয়ে এক বিশেষ প্রতিশ্রুতি দিয়েছেন পাকিস্তানি অভিনেত্রী বীণা মালিক। ঘোষণা দিয়ে বলেছেন, যদি পাকিস্তান রোববারের ম্যাচে ভারতকে হারাতে পারে, তাহলে তিনি জাতীয় ক্রিকেট দলকে একটি বিশেষ গান উৎসর্গ করবেন।

পাকিস্তানের এই অভিনেত্রী বলেন, ভারত-পাকিস্তান ম্যাচ মানেই হাইভোল্টেজ উত্তেজনা। পুরো ম্যাচজুড়েই হৃদস্পন্দন বাড়তে থাকে!

তিনি আরও যোগ করেন, এই ম্যাচগুলো শুধু খেলাই নয়, এক অনন্য আবেগের উৎস। এমনকি যারা সাধারণত ক্রিকেট অনুসরণ করেন না, তারাও ভারত-পাকিস্তান ম্যাচ দেখার জন্য মুখিয়ে থাকেন।

বীণা মালিকের এই ঘোষণা পাকিস্তানের ক্রিকেট দলের প্রতি তার অকুণ্ঠ সমর্থনেরই বহিঃপ্রকাশ।

দক্ষিণ এশিয়ার ক্রিকেটপ্রেমীদের জন্য ভারত-পাকিস্তান ম্যাচ কেবল একটি খেলা-ই নয়, বরং এটি উভয় দেশের জন্য জাতীয় গৌরব, আবেগ ও ঐতিহ্যের প্রতীক হয়ে দাঁড়িয়েছে।

চলমান ম্যাচটি ঘিরে পাকিস্তানি তারকা ও সাধারণ জনগণের মধ্যে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। আর বীণা মালিকের এই ঘোষণা সেই উত্তেজনা আরও এক ধাপ বাড়িয়ে তুলেছে।

- Advertisement -

Related Articles

Latest Articles