5.2 C
Toronto
বৃহস্পতিবার, মার্চ ১৩, ২০২৫

উপদেষ্টার পদ ছেড়ে নাহিদের ফেসবুক পোস্ট, যা লিখলেন

উপদেষ্টার পদ ছেড়ে নাহিদের ফেসবুক পোস্ট, যা লিখলেন
নাহিদ ইসলাম

নতুন দলে যোগ দিতে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেছেন নাহিদ ইসলাম। তথ্য ও সম্প্রচার এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পালন করছিলেন তিনি।

মঙ্গলবার প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

- Advertisement -

এদিকে পদত্যাগের পর বিকাল ৩টা ৩৪ মিনিটের দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে একটি স্ট্যাটাস দিয়েছেন। সেখানে প্রধান উপদেষ্টার কাছে আবেদন করা নিজের পদত্যাগপত্রটিও প্রকাশ করেছেন।

ফেসবুক পোস্টে নাহিদ লিখেছেন, ‘জুলাই অভ্যুত্থানের শহিদ, যোদ্ধা ও আপামর জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নের দায়িত্ব নিয়ে আগস্টে সরকারে যোগ দিয়েছিলাম। কিন্তু সেই স্বপ্ন কেবল সরকারের ভেতরে থেকে পূরণ করা সম্ভব নয়। তাই আজ আমি সরকার থেকে বিদায় নিচ্ছি- একটি নতুন রাজনৈতিক শক্তি গড়ে তোলার প্রতিশ্রুতি নিয়ে। লড়াই শেষ হয়নি, এটি শুধু নতুন রূপে শুরু হচ্ছে।’

গত কয়েকদিন ধরেই গুঞ্জন চলছিল নাহিদ ইসলামের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল আসছে। উপদেষ্টা নাহিদ ইসলামও বেশ কয়েকবার জানিয়েছিলেন পদত্যাগ করেই তিনি নতুন দলে যোগ দেবেন। আজকে তার পদত্যাগের মধ্যদিয়ে সে পথ অনেকটা সুগম হলো।

নাহিদ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সংগঠক। তাকে নতুন দলের আহ্বায়ক করা হতে পারে। আগামী ২৮ ফেব্রুয়ারি নতুন এই রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হওয়ার কথা রয়েছে।

- Advertisement -

Related Articles

Latest Articles