
বাংলাদেশে যারা নিজেদেরকে মধ্যপন্থী বা লিবারেল মুসলমান হিসেবে মনে করেন, তারা এখন কিছুটা মাইনক্কা চিপায় পড়েছেন বলে আমার মনে হয়। কীভাবে? সেটা পরে বলছি। তার আগে দেখা যাক, বাংলাদেশে লিবারেল মুসলমান আসলে কারা?
বাংলাদেশে লিবারেল মুসলমানরা সাধারণত নিজেদেরকে খাঁটি মুসলমান মনে করে। তারা প্যান্ট-শার্ট, শাড়ি, ব্লাউজ, পায়জামা, পাঞ্জাবি, শর্টস বা সালোয়ার-কামিজ পরে, দাড়ি রাখে বা না রাখে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে বা না পড়ে, জুম্মার নামাজে যায় বা না যায়, রোজা রাখে বা না রাখে। তাদের অনেকে সুদ-ঘুষ খাওয়া বা দেয়াকে খারাপ মনে করেন না। তারা সিনেমা-নাটক দেখে বা বানায়, অভিনয় করে, গান গায়, গণতন্ত্র চায়, ভোট দিতে চায়। বাংলার পাশাপাশি ইংরেজি ও আরবি শব্দ বলতে ও শুনতে পছন্দ করে। কেউ কেউ কোরআন পড়ে, কেউ পড়ে না। কেউ ইউটিউবে ইসলামিক ওয়াজ শোনে। মেয়ে বা স্ত্রীকে চাকরি করতে দেয় বা দেয় না। কেউ একাধিক বিয়ের ইচ্ছা পোষণ করে, কেউ করে না বা ভয় পায়। প্রেমিক-প্রেমিকা নিয়ে পার্কে বসে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করে। ছেলে-মেয়েদের সাধারণ স্কুল-কলেজে ভর্তি করে বা প্রাইভেট স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ে পড়াতে পছন্দ করে। ছেলে-মেয়েদের বিদেশে পড়াশোনা করাতে তারা খুব আগ্রহী।
বর্তমান রাজনৈতিক পটপরিবর্তনের কারণে এই লিবারেল মুসলমানরা কিছুটা অস্বস্তিতে আছে। দেশে আইন-শৃঙ্খলার অবস্থা ভালো না, আয়-রোজগারও কম। হঠাৎ করে খুন-খারাবি, ধর্ষণের মতো ঘটনা বেড়ে গেছে। এছাড়াও, তাদের অনেকে মনে করছেন, যদি রক্ষণশীল ইসলামপন্থী কোনো দল রাষ্ট্রক্ষমতায় আসে, তাহলে তাদের অনেক আচার-আচরণ ও দৈনন্দিন জীবনযাপনে পরিবর্তন আনতে হতে পারে। অথচ তারা পরিবর্তন চেয়েই গত আগস্টে একটি রাজনৈতিক পরিবর্তন ঘটিয়েছে। কিন্তু এখন তাদের কেউ কেউ মনে করছেন, তারা যে পরিবর্তনের স্বপ্ন দেখেছিলেন, তার উল্টোটা হতে পারে।
তবে কিছু সুবিধাবাদী লিবারেল মুসলমান মনে মনে কিছুটা খুশি। কেন? কারণ তারা ভাবছেন, দেশে ইসলামী শাসনতন্ত্র কায়েম হলে মদিনা সনদ অনুযায়ী দেশ চলবে। আর তাদের জন্য তিন-চারটি বিয়ের আইনগত বাধাও থাকবে না। এটা তাদের জন্য একটি ইতিবাচক দিক হতে পারে। তবে গতকাল সেনাবাহিনী প্রধান রাজনৈতিক দলগুলোকে যেভাবে ঝাড়ি দিলেন, তাতে মনে হচ্ছে লিবারেল মুসলমানরাই জয়ী হবেন। কারণ তিনিও একজন লিবারেল মুসলমান। দেশের সচিবগণ, জেনারেলগণ, শিক্ষক, আইনজীবী, পুলিশ, ব্যবসায়ী ও রাজনীতিবিদগণও লিবারেল মুসলমান। তাই রক্ষণশীল ইসলামপন্থীদের এখনই রাষ্ট্রীয় ক্ষমতায় আসার সুযোগ হয়নি।
যারা তিন-চারটি বিয়ের স্বপ্ন দেখছেন, তারা আপাতত অপেক্ষা করুন। কাজ হবে বলে মনে হয় না। ড. ইউনুস সাহেব যতক্ষণ ক্ষমতায় আছেন, ততক্ষণ আমরা এ আশা করতেই পারি। কারণ তিনিও একজন লিবারেল মুসলমান। আপনারা যারা চিপায় আছেন, বের হয়ে আসুন। লিবারেলদের জয় হবেই, ইনশাআল্লাহ!
টরন্টো, কানাডা