-0 C
Toronto
বুধবার, মার্চ ১২, ২০২৫

টিকটক থেকে পরিচয়-প্রেম, যা হলো ১৩ বছরের কিশোরীর

টিকটক থেকে পরিচয়-প্রেম, যা হলো ১৩ বছরের কিশোরীর
প্রতীকী ছবি

মাধবপুর উপজেলার মির্জাপুর গ্রামে টিকটক থেকে পরিচয় ও প্রেমের সম্পর্কের পরিণতিতে ১৩ বছর বয়সি এক শিশু ধর্ষণের শিকার হয়েছে।

টিকটক করতে গিয়ে ওই শিশুর সঙ্গে সম্প্রতি পরিচয় হয় শারফাদ মিয়ার (২১)। এরপর নিকটাত্মীয়ের বাড়িতে ঘন ঘন আসা যাওয়া করায় পরিচয় থেকে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে দুজনের মধ্যে। বিয়ের কথা বলে গত ২৩ ফেব্রুয়ারি শারফাদ মিয়া ওই শিশুকে বাড়ি থেকে নিয়ে যান। এ সময় শারফাদ ওই শিশুকে নিজের স্ত্রী পরিচয় দিয়ে বিভিন্ন আত্মীয়স্বজনের বাড়িতে অবস্থান করে তাকে নিয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার ভিটি দাউদপুর গ্রামের নিজ বাড়িতে যান। সবকিছু জেনে শারফাদের পরিবার ওই শিশুটিকে শারফাদের স্ত্রী হিসেবে মেনে নিতে অস্বীকার করেন।

- Advertisement -

মঙ্গলবার ওই শিশুটি নিজ বাড়িতে ফিরে এসে পরিবারের লোকজনের কাছে সব ঘটনা খুলে বলে। এ ব্যাপারে শারফাদসহ ৩ জনের বিরুদ্ধে মাধবপুর থানায় অভিযোগ দেন শিশুটির পিতা।

মাধবপুর থানার এসআই মিজানুর রহমান বলেন, পুলিশ ভিকটিমকে উদ্ধার করে বুধবার সকালে মেডিকেল পরীক্ষার জন্য হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে পাঠিয়েছে।

মাধবপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, আসামিদের ধরতে পুলিশ তৎপরতা চালিয়ে যাচ্ছে।

- Advertisement -

Related Articles

Latest Articles