0.2 C
Toronto
বুধবার, মার্চ ১২, ২০২৫

ছাত্রদলের ৯ সদস্যের কমিটিতে ৭ জনই ছাত্রী

ছাত্রদলের ৯ সদস্যের কমিটিতে ৭ জনই ছাত্রী
কনিকা আক্তার বাঁয়ে ও দেওয়ান নুসরাত

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার চাতলপাড় ডিগ্রি কলেজে প্রথমবারের মতো ৯ সদস্যের শাখা কমিটি ঘোষণা করেছে জেলা ছাত্রদল। নতুন কমিটির সাতজনই নারী শিক্ষার্থী। গতকাল শুক্রবার রাতে জেলা ছাত্রদলের আহ্বায়ক শাহিনুর রহমান ও যুগ্ম সদস্যসচিব সমীর চক্রবর্তীর সই করা কমিটি–সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি ফেসবুকে ছড়ালে এ তথ্য জানা যায়।

কলেজ শাখা ছাত্রদলের কমিটিতে সভাপতি-সাধারণ সম্পাদকসহ গুরুত্বপূর্ণ সাতটি পদে নারী শিক্ষার্থীরা স্থান পাওয়ার বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয় বাসিন্দারা। এটিকে রাজনীতিতে ইতিবাচক পরিবর্তনের ছোঁয়া বলছেন কমিটির সদস্যরাও।

- Advertisement -

গত ২৮ ফেব্রুয়ারি ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদলের আহ্বায়ক ও সদস্যসচিবের সই করা এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটি অনুমোদন দেওয়া হয়। ছাত্রদলের সদস্যসচিব নিজের ফেসবুকে শেয়ার করলে বিষয়টি নজরে আসে। কমিটিতে চাতলপাড় ডিগ্রি কলেজের ব্যবসায় শিক্ষা বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী কনিকা আক্তারকে সভাপতি ও বিজ্ঞান বিভাগের ছাত্রী দেওয়ান নুসরাতকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। তাঁরা চলতি বছর এইচএসসি পরীক্ষায় অংশ নেবেন।

কমিটির অন্য পদেও নারীরা প্রাধান্য পেয়েছেন। মানবিক বিভাগের এইচএসসি পরীক্ষার্থী পুষ্পা আক্তারকে জ্যেষ্ঠ সহসভাপতি, একাদশ শ্রেণির আয়েশা সিদ্দিক ও মানবিক বিভাগের পরীক্ষার্থী মুক্তা আক্তারকে সহসভাপতির পদ দেওয়া হয়েছে। বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থী নূসরাত জাহান ও একাদশ শ্রেণির মানবিক বিভাগের শিক্ষার্থী নাজনীন আক্তারকে যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। কমিটিতে দুই পুরুষ শিক্ষার্থী স্থান পেয়েছেন। তাঁরা হলেন যুগ্ম সাধারণ সম্পাদক পদে ব্যবসায় শিক্ষা বিভাগের পরীক্ষার্থী তানভীর মিয়া ও সাংগঠনিক সম্পাদক পদে মানবিক বিভাগের পরীক্ষার্থী ইকবাল হোসেন। তাঁদের ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

কমিটিতে নারীরা প্রাধান্য পাওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন শাখা ছাত্রদলের সদ্য সভাপতি কনিকা আক্তার। তিনি বলেন, ‘গুরুত্বপূর্ণ পদ ও সংখ্যায় নারীদের প্রাধান্য দেওয়ায় আমরা আনন্দিত ও খুশি। ছাত্রদলের জন্য সর্বোচ্চ কাজ করে যাব।’

জানতে চাইলে জেলা ছাত্রদলের আহ্বায়ক শাহিনুর রহমান ও সদস্যসচিব সমীর চক্রবর্তী বলেন, যখন নাসিরনগরে গিয়ে ছাত্রদলের সদস্য ফরম বিতরণ করা হয়, তখন নারীরাই এগিয়ে আসেন। সেখানে ছেলেদের খুব একটা এগিয়ে আসতে দেখা যায়নি। তা ছাড়া বিএনপির প্রধানও নারী। তাই দলের নির্দেশনা অনুযায়ী, নারীদের অগ্রাধিকার দেওয়া হয়েছে। নতুন নেতৃত্ব শিক্ষাপ্রতিষ্ঠানে গণতান্ত্রিক চর্চা ও সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করবে।

- Advertisement -

Related Articles

Latest Articles