-0 C
Toronto
বুধবার, মার্চ ১২, ২০২৫

নেইমারের ঘড়ির দাম ১৩ কোটি, প্যান্ট ১৪ লাখ, জুতা আড়াই লাখ!

নেইমারের ঘড়ির দাম ১৩ কোটি, প্যান্ট ১৪ লাখ, জুতা আড়াই লাখ!
পডকাস্টে কথা বলছেন নেইমার

দীর্ঘ ইনজুরি কাটিয়ে মাঠে ফিরেছেন ব্রাজিল সুপারস্টার নেইমার। নিজ দেশের ক্লাব সান্তোসের হয়ে মাঠে দেখাচ্ছেন ঝলক। গোল করছেন এবং সহায়তাও করছেন। তার ছন্দে ফেরার এই ইঙ্গিত জাতীয় দলের জন্যও সুখবর বটে। এর মাঝেই এক সাক্ষাৎকার দিতে গিয়ে আলোচনায় চলে এসেছেন নেইমার। সেটা অবশ্য তার সাজপোশাকের জন্য।

সম্প্রতি ‘পডপাহ’ নামের এক পডকাস্টে কথা বলেছেন নেইমার। ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ‘ও গ্লোবো’ জানিয়েছে, পডকাস্টে নেইমার বালেনচিয়াগা ব্র্যান্ডের যে টি-শার্টটি পরে সাক্ষাৎকার দিয়েছিলেন, সেটার দাম বাংলাদেশি মুদ্রায় দেড় লাখ টাকা। তার পরনে থাকা প্যান্টের দাম প্রায় ১৪ লাখ টাকা, লুই ভিঁতোর স্নিকার্সের (জুতা) দাম আড়াই লাখ টাকা এবং ক্যাপের দাম ৭৮ হাজার টাকা।

- Advertisement -

‘ট্রিপল সেঞ্চুরি’র দ্বারপ্রান্তে বিরাট কোহলি‘ট্রিপল সেঞ্চুরি’র দ্বারপ্রান্তে বিরাট কোহলি
এখানেই শেষ নয়, রিচার্ড মিলের যে ঘড়ি পরে নেইমার সাক্ষাৎকার দিয়েছিলেন সেটির দাম ১৩ কোটি টাকার মতো! অর্থাৎ সব মিলিয়ে পডকাস্টে যাওয়া ব্রাজিল জাতীয় দলের হয়ে সবচেয়ে বেশি গোল করা এই ফুটবলারের সাজপোশাকের মূল্য ছিল ১৩ কোটি ২০ লাখ টাকার মতো। সেই পডকাস্টে লিওনেল মেসিকে পেনাল্টি শেখানো, বায়ার্ন মিউনিখে প্রায় যোগ দিয়ে ফেলাসহ নানা বিষয়ে কথা বলেছেন নেইমার।

- Advertisement -

Related Articles

Latest Articles