17.5 C
Toronto
শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেত্রী নিশি আরেক মামলায় গ্রেফতার

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেত্রী নিশি আরেক মামলায় গ্রেফতার - the Bengali Times
ফাইল ছবি

বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে রাজধানীর ধানমন্ডির সায়েন্সল্যাব এলাকায় মো. রিয়াজ হত্যা মামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বেনজির হোসেন নিশিকে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত।

রবিবার দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজার আদালত শুনানি শেষে তাকে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন। মামলার তদন্ত কর্মকর্তা পিবিআইয়ের পুলিশ পরিদর্শক মো. কামরুজ্জামান সিকদার তাকে গ্রেফতার দেখানোর আবেদন করেন।

- Advertisement -

এদিন শুনানিকালে নিশিকে আদালতে হাজির করা হয়। তার পক্ষের আইনজীবী জামিন চেয়ে শুনানি করেন। রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে। উভয়পক্ষের শুনানি শেষে আদালত তার জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার অভিযোগে বলা হয়, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত বছরের ৪ আগস্ট রাজধানীর ধানমন্ডির সায়েন্সল্যাব এলাকা থেকে জিগাতলা এলাকায় যাওয়ার পথে আসামিদের ছোঁড়া গুলিতে মাথায় গুলিবিদ্ধ হয়ে মারাত্মক আহত হন মো. রিয়াজ। দুই সপ্তাহ চিকিৎসাধীন থাকার পর গত ১৭ আগস্ট মারা যান।

এ ঘটনায় নিহতের মা মোসা. শাফিয়া বেগম বাদী হয়ে গত ৯ সেপ্টেম্বর রাজধানীর ধানমন্ডি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

- Advertisement -

Related Articles

Latest Articles