9.5 C
Toronto
রবিবার, এপ্রিল ২০, ২০২৫

অভিষেককে দেখে বুকে জড়ালেন রেখা

অভিষেককে দেখে বুকে জড়ালেন রেখা - the Bengali Times
ছবি সংগৃহীত

বলিউড শাহেনশাহ অমিতাভ বাচ্চনের সঙ্গে অভিনেত্রী রেখার প্রেমের সম্পর্ক কারও অজানা নয়। তাদের প্রেম বিয়ে পর্যন্ত গড়ায়নি। বরং জয়া বচ্চনকে বিয়ে করার পর, রেখা অমিতাভের থেকে দূরত্ব বাড়িয়েছে। অন্যদিকে, অমিতাভও যেন রেখার উপস্থিতি দেখতেই পান না। কোনো পার্টিতে দেখা হলেও একে অপরকে এড়িয়ে যান।

অমিতাভের পুত্রবধূ ঐশ্বরিয়া রাইয়ের সঙ্গে দারুণ সম্পর্ক রেখার। রেখাকে মা বলেই ডাকেন অভিষেকের স্ত্রী। তবে বাবার মতোই অভিষেক রেখাকে দূর থেকেই দেখেন। কাছে আসতে মন চাইলেও, বিতর্কের কারণেই এড়িয়ে যান। তবে সম্প্রতি এমন দৃশ্যের সাক্ষী হল গোটা বলিউড, যা দেখে সবাই হতবাক।

- Advertisement -

সম্প্রতি এক পার্টিতে হাজির হয়েছিলেন রেখা ও অভিষেক। সেখানেই অভিষেককে মঞ্চে দেখে কাছে টেনে নিয়ে জড়িয়ে ধরলেন রেখা। কথাও বললেন কিছুক্ষণ। করলেন কুশল বিনিময়ও। তারপর যে যার মতো মঞ্চ থেকে নেমে গেলেন।

তবে এ নিয়ে শুরু হয়েছে বিতর্ক। নিন্দুকদের কটাক্ষ, প্রেমিক না হোক তারই ছেলে তো! অভিষেককে বুকে জড়িয়ে তাই কি দুধের সাধ ঘোলে মেটালেন রেখা।

- Advertisement -

Related Articles

Latest Articles