9.7 C
Toronto
শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

অনেক ডিরেক্টর আমার সঙ্গে কাজ করতে চাইতো না : প্রভা

অনেক ডিরেক্টর আমার সঙ্গে কাজ করতে চাইতো না : প্রভা - the Bengali Times
সাদিয়া জাহান প্রভা

দীর্ঘ দেড় যুগের বেশি সময় ধরে টেলিভিশন ও ছোট পর্দায় নিয়মিত অভিনয় করছেন সাদিয়া জাহান প্রভা। মাঝে ছিলেন বিরতিতে। বিরতির সময়টা কাটিয়েছেন দেশ-বিদেশে। বর্তমানে মেকআপ আর্টিস্ট হিসেবেই নিজেকে প্রতিষ্ঠিত করেছেন প্রভা।

যুক্তরাষ্ট্রে অবস্থিত ‘দ্য মেকআপ একাডেমি’ থেকে প্রশিক্ষণ নিয়েছেন তিনি। সেই সঙ্গে মনোযোগী হচ্ছেন নিজের কাজে।

- Advertisement -

তবে ক্যারিয়ারের উঠতি সময়ে একটি অপ্রীতিকর ঘটনার মুখোমুখি হতে হয় অভিনেত্রীকে। তবু সেই অধ্যায় কাটিয়ে ফেরেন ক্যামেরায়।

আবারও দর্শকপ্রিয়তায় উঠে আসেন। তবে মাঝে আবারও বিরতি দেন অভিনয়ে। পড়েছিলেন সিন্ডিকেটের চক্করেও। সম্প্রতি কালের কণ্ঠের নিয়মিত আয়োজন ‘গসিপ অ্যান্ড গ্লিটজ’-এ হাজির হয়ে একথা বলেন অভিনেত্রী।

অভিনেত্রী প্রভা সিন্ডিকেটের মাঝে পড়েছেন জানিয়ে বলেন, ‘সিন্ডিকেট কখন গেছে, কখন এসেছে- সেটার আগেই আমাকে ছোট একটা সিন্ডিকেটের মধ্যে পড়তে হয়েছে। সেটাকে আসলে ডিরেক্টলি বলা যাবে না।’

প্রভা বলেন, ‘১১-১২ সালের দিকে একটা গ্যাপ গেছে আড়াই বছরের মতো। তারপর যখন আবার কাজ করতে এসেছি, আমার সাথে অনেক ডিরেক্টররা, অনেক কো-আর্টিস্টরা তখন কাজ করতে চাইতেন না; ইভেন এখনও অনেক ডিরেক্টর আমার সঙ্গে কাজ করছেন না।

- Advertisement -

Related Articles

Latest Articles