-3.8 C
Toronto
বুধবার, মার্চ ১২, ২০২৫

ফ্রিল্যান্ডের আবাসন পরিকল্পনা

ফ্রিল্যান্ডের আবাসন পরিকল্পনা
লিবারেল নেতৃত্বপ্রত্যাশী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ডের আবাসন সংকট সমাধানের যে পরিকল্পনা পেশ করেছেন তা হচ্ছে আবাসন প্রাপ্যতার সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন অভিবাসীর সংখ্যা নির্ধারণ করা

লিবারেল নেতৃত্বপ্রত্যাশী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ডের আবাসন সংকট সমাধানের যে পরিকল্পনা পেশ করেছেন তা হচ্ছে, আবাসন প্রাপ্যতার সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন অভিবাসীর সংখ্যা নির্ধারণ করা। সোমবার সকালে তার ক্যাম্পেইন যে ১০ দফা নথি প্রকাশ করেছে সেখানে সাবেক অর্থমন্ত্রী এই প্রতিশ্রুতি দিয়েছেন। ফ্রিল্যান্ড বলেছেন, এই উদ্যোগ আবাসনের ক্রয়ক্ষমতা স্থিতিশীল না হওয়া পর্যন্ত জনসংখ্যা বৃদ্ধির গতি শ্লথ করবে।

কনজার্ভেটিভ নেতা পিয়েরে পয়লিয়েভরও বাড়ি নির্মাণ শুরু সঙ্গে সামঞ্জস্য রেখে অভিবাসনের সংখ্যা নির্ধারণের কথা বলে আসছেন।

- Advertisement -

ফেডারেল সরকারের চলমান অভিবাসন পরিকল্পনা অনুযায়ী, ২০২৭ সালে ৩ লাখ ৬৫ হাজারে না পৌঁছানো পর্যন্ত স্থায়ী বাসিন্দা গ্রহণ প্রতি বছর কমে আসবে। আগের পরিকল্পনায় ২০২৪ থেকে ২০২৬ সাল পর্যন্ত স্থায়ী বাসিন্দা গ্রহণের লক্ষ্যমাত্রা ছিল প্রতি বছর পাঁচ লাখ।
ফ্রিল্যান্ড এবং পয়লিয়েভরের অভিন্ন প্রতিশ্রুতির মধ্যে যে কেবল অভিবাসন ও বাড়ি নির্মাণ শুরুই আছে তেমন নয়। ফ্রিল্যান্ড বাড়ি নির্মাণের ব্যয় মাতে সিটিগুলোকে তাদের উন্নয়ন মাশুল কর্তনের আহ্বান জানিয়েছেন। এটা যদি তারা না করে তাহলে ফেডারেল অবকাঠামো তহবিল স্তগিত রাখারও হুমকি দিয়েছেন। পয়লিয়েভরও একই ধরনের প্রস্তাব দিয়েছেন।

ফ্রিল্যান্ড এবং পয়লিয়েভর উভয়েই প্রথমবারের মতো ক্রেতাদের জন্য নতুন বাড়ির ওপর থেকে জিএসটি বাতিলের প্রতিশ্রুতি দিয়েছেন। যদিও ফ্রিল্যান্ড বলেছেন, ১৫ লাখ ডলার মূল্যমাণের নতুন বাড়ি বিক্রির ওপর থেকে তিনি জিএসটি তুলে নেবেন। অন্যদিকে পয়লিয়েভর বলেছেন, ১০ লাখ ডলারের কম মূল্যের নতুন বাড়ি বিক্রির ক্ষেত্রে তিনি জিএসটি প্রত্যাহার করবেন।

ফ্রিল্যান্ড বলেছেন, তিনি লিবারেল নেতা নির্বাচিত হলে ও প্রধানমন্ত্রী হলে ভাড়া নির্ধারণের জন্য ভাড়াটিয়ার ব্যক্তিগত তথ্য বিশ্লেষণে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারের যে চর্চা বাড়ির মালিকরা করে থাকেন তা নিষিদ্ধ করবেন।

This article was written by Sohely Ahmed Sweety as part of the LJI.

- Advertisement -

Related Articles

Latest Articles