16.1 C
Toronto
শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

‘ব্ল্যাকমেইল করে আমাকে দিয়ে স্বর্ণ পাচার করানো হয়’

‘ব্ল্যাকমেইল করে আমাকে দিয়ে স্বর্ণ পাচার করানো হয়’ - the Bengali Times

ফাইল ছবি

দুবাই থেকে বিপুল পরিমাণে স্বর্ণ পাচারের অভিযোগে গ্রেফতার করা হয়েছে কন্নড় অভিনেত্রী রান্যা রাওকে। গত রবিবার রাতে বেঙ্গালুরুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করা হয়। নায়িকার দাবি, তাকে দিয়ে ব্ল্যাকমেল করে স্বর্ণ পাচার করানো হচ্ছিল।

এদিকে এ ঘটনায় এক পুলিশ কনস্টেবলকেও গ্রেফতার করা হয়েছে। অভিযোগ, তিনি নায়িকাকে স্বর্ণ নিয়ে বিমানবন্দর থেকে নিরাপদে বের হয়ে যেতে সাহায্য করছিলেন।

- Advertisement -

গত ৪ মার্চ রান্যাকে গ্রেফতারের পর লাভেল রোডের নন্দওয়ানি ম্যানসনে তার বাসভবনে অভিযান চালায় গোয়েন্দা পুলিশ। তল্লাশিতে নগদ ২.৬৭ কোটি রুপি এবং ২.০৬ কোটি মূল্যের সোনা বাজেয়াপ্ত করা হয়। অভিযানের পর কর্মকর্তারা তার বাড়ি থেকে তিনটি বড় বাক্স উদ্ধার করেন। মোট বাজেয়াপ্ত করা সম্পত্তির মূল্য ১৭.২৯ কোটি রুপি।

দুবাই থেকে এমিরেটসের একটি ফ্লাইটে বেঙ্গালুরুর কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরে এসে নামার পরে রানিয়া পুলিশ কনস্টেবল বাসবরাজুর সাহায্যে নিরাপত্তা তল্লাশি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। এদিকে তার কার্যকলাপ সম্পর্কে আগে থেকেই খবর ছিল ডিআরআই-এর কাছে, ফলে নায়িকাকে স্বর্ণসহ হাতেনাতে ধরে ফেলা সম্ভব হয়।

তল্লাশি করার সময় রানিয়ার জ্যাকেটের ভেতরে ১২.৫৬ কোটি রুপি মূল্যের ১৪.২ কেজি বিদেশি সোনা খুঁজে পাওয়া যায়। গ্রেফতারের পরে নায়িকাকে বিশদ তদন্তের জন্য নাগাভারায় ডিআরআই অফিসে নিয়ে যাওয়া হয়।রানিয়া রাও বেশ কয়েকটি কন্নড় এবং তামিল ছবিতে অভিনয় করেছেন। এছাড়াও এই অভিনেত্রী কর্ণাটক রাজ্যের এক বড় পুলিশ কর্মকর্তার সৎকন্যা।

পুলিশ সন্দেহ করছে, অভিনেত্রী তার স্বামী যতীনের সঙ্গে প্রায়ই দুবাই যেতেন,। তবে তা কোনো ব্যবসায়িক বা পারিবারিক কারণ নয়, এই স্বর্ণ পাচারের জন্যই। তদন্তে দেখা গেছে যে বিমানবন্দরে নিরাপত্তা তল্লাশি এড়াতে রানিয়া সব সময়েই পুলিশের সাহায্য পেতেন।

- Advertisement -

Related Articles

Latest Articles