
ভারতের কর্ণাটকের নারী বডিবিল্ডার চিত্রা পুরুষোত্তম তার অসাধারণ বিয়ের লুক দিয়ে ইন্টারনেটে ঝড় তুলেছেন। শরীরচর্চার প্রতি তার অঙ্গীকার ও ঐতিহ্যকে একসঙ্গে মিলিয়ে নিজেকে নতুনভাবে ব্রাইডাল ফ্যাশানে উপস্থাপন করেছেন তিনি।
চিত্রা তার বিয়ের দিনে হলুদ ও নীল রঙের কাঞ্জিভরম শাড়ি পরেছিলেন। তার সুঠাম শরীরজুড়ে ছিল স্বর্ণের জুয়েলারি। যার মধ্যে ছিল কোমরবন্ধ, মাঙ টিকা, চুড়ি ও কানের দুল। যা তার সাজকে আরও আকর্ষণীয় করে তুলেছিল।
তবে যা সবচেয়ে বেশি নজর কাড়ে, তা হলো তার সুঠাম দেহের গঠন। তিনি এদিন সাধারণ কনেদের চেয়ে অনেকটা আলাদা লুকে উপস্থিত হন, যা তার ফিটনেস যাত্রার প্রতিফলন।
ইন্টারনেটে ভাইরাল ভিডিও
চিত্রা সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে একটি পোস্টে লেখেন, ‘মাইন্ডসেট ইজ এভরিথিং’ (মানসিকতাই সবকিছু)। গত ২৩ ফেব্রুয়ারি পোস্ট করা সেই ভিডিওটি দ্রুত ভাইরাল হয়ে যায়।
এর আগে গত ১৭ ফেব্রুয়ারির একটি পুরনো ভিডিওতে তার প্রি-ওয়েডিং শুটের দৃশ্য দেখা যায়। যেখানে মেকআপ আর্টিস্ট তাকে প্রস্তুত করছেন। ভিডিওটির ওপরে ‘বিউটি অ্যান্ড দ্য বিস্ট’ লেখাটি যুক্ত করা হয়। যা তার ঐতিহ্যবাহী সৌন্দর্য ও শক্তিশালী শারীরিক গঠনের সংমিশ্রণ তুলে ধরে।
নেটিজেনদের প্রতিক্রিয়া
চিত্রার এই আত্মবিশ্বাস ও নিবেদন দেখে নেটিজেনরা তাকে প্রশংসায় ভাসিয়েছেন।
এক রেডিট ব্যবহারকারী লিখেছেন, ‘নিজের শারীরিক গঠনে আত্মবিশ্বাসী হওয়া প্রশংসনীয়। আরও শক্তি তার জন্য!’
আরেকজন মন্তব্য করেছেন, ‘এটি কেবল আত্মবিশ্বাসের ব্যাপার নয়। তিনি কঠোর পরিশ্রম করে এই শারীরিক গঠন তৈরি করেছেন। এটি কেবল চেহারা নিয়ে স্বাচ্ছন্দ্যবোধ করা নয়, বরং নিজের পরিশ্রমের প্রতি গর্ব অনুভব করা’।
অপর একজন বলেন, ‘অনুপ্রেরণাদায়ক! নারীরা এগিয়ে আসছে দেখে ভালো লাগছে। তিনি যে পরিশ্রম করেছেন, তা সত্যিই অসাধারণ’।
ফিটনেস ক্যারিয়ারে চিত্রার সাফল্য
এই চিত্রা পুরুষোত্তম কেবল একজন বডিবিল্ডারই নন, তিনি ‘মিস ইন্ডিয়া ফিটনেস অ্যান্ড ওয়েলনেস’, ‘মিস সাউথ ইন্ডিয়া’, ‘মিস মাইসোরি ওডেয়ার’ এবং ‘মিস বেঙ্গালুরু’ শিরোপা জিতেছেন। তবে ‘মিস কর্নাটক’ প্রতিযোগিতায় তিনি শীর্ষ পাঁচে স্থান পেয়েছিলেন।
চিত্রা তার দীর্ঘদিনের প্রেমিক কিরণ রাজের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। পাশাপাশি তিনি তার এই অনন্য ব্রাইডাল লুক ফিটনেস এবং ঐতিহ্যের এক নতুন সংমিশ্রণের উদাহরণ তৈরি করেছে।