-3.8 C
Toronto
বুধবার, মার্চ ১২, ২০২৫

প্রেমিকার সঙ্গে শুয়ে ছিলেন তরুণ, পোষা কুকুরের ‘গুলিতে’ জখম

প্রেমিকার সঙ্গে শুয়ে ছিলেন তরুণ, পোষা কুকুরের ‘গুলিতে’ জখম

টেনেসি অঙ্গরাজ্যের মেমফিস কাউন্টির একটি বাড়িতে পোষা কুকুরের কারণে বের হওয়া গুলিতে জখম হয়েছেন এক তরুণ ছবি সংগৃহীত

যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের বাসিন্দা তরুণ জেরাল্ড কার্কউড। স্থানীয় সময় গতকাল সোমবার ভোরে তিনি তাঁর প্রেমিকার সঙ্গে শুয়ে ছিলেন। আর এই সময় হঠাৎই তাঁর পোষা কুকুরের ‘গুলিতে’ তিনি আহত হন। মার্কিন স্থানীয় সংবাদমাধ্যমগুলোর বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্থানীয় মেমফিস পুলিশ বিভাগ জানায়, জেরাল্ড কার্কউড নামে এক তরুণ গতকাল সোমবার ভোরে বিছানায় শুয়ে ছিলেন। এ সময় তাঁর পোষা কুকুরের কারণে তাঁর বন্দুকের গুলি ছুটে যায় আর তিনি আহত হন। ভোর ৪টার কিছু আগে হুইটনি অ্যাভিনিউয়ের ৭০০ নম্বর ব্লকে এ দুর্ঘটনা ঘটে।

- Advertisement -

ভুক্তভোগী জেরাল্ড কার্কউড পুলিশকে জানান, তিনি তাঁর প্রেমিকার সঙ্গে বিছানায় শুয়ে ছিলেন। এ সময় তাঁর পিটবুল জাতের পোষা কুকুর ওরেও বন্দুকটির ওপর লাফিয়ে ওঠে এবং দুর্ঘটনাবশত গুলি ছুটে যায়। স্থানীয় ফক্স-১৩ নিউজ চ্যানেলকে কার্কউডের প্রেমিকা বলেন, ‘কুকুরটি খুব চঞ্চল, সে লাফালাফি করতে পছন্দ করে, আর ঠিক তখনই বন্দুকটি থেকে গুলি বের হয়ে যায়।’

জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে এবং ঘটনাস্থল পরিদর্শনের পর পুলিশ কর্তৃপক্ষ জানায়, কুকুরটির থাবা বন্দুকটির ট্রিগার গার্ডে আটকে গিয়েছিল, যার ফলে বন্দুকটি থেকে গুলি বেরিয়ে যায়। গুলি কার্কউডের বাম ঊরুর ওপরের অংশে ছুঁয়ে যায়। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ বসার ঘরের মেঝেতে ব্যবহৃত গুলির খোসা খুঁজে পায়।

স্থানীয় সংবাদমাধ্যম ডব্লিউআরইজিকে কার্কউডের এক বন্ধু বলেন, ‘এটি একটি আশ্চর্যজনক দুর্ঘটনা। কুকুরটি লাফিয়ে ওঠে আর তখনই বন্দুকটি থেকে গুলি বের হয়ে যায়।’

পুলিশ ঘটনাটিকে দুর্ঘটনাজনিত আঘাত হিসেবে চিহ্নিত করেছে। কার্কউডকে হাসপাতালে নেওয়া হয়, তবে তাঁর অবস্থা আশঙ্কাজনক নয়। তাঁর প্রেমিকা ফক্স-১৩ কে জানান, তাঁরা এখন থেকে আগের চেয়ে অনেক বেশি সতর্ক থাকবেন। তিনি বলেন, ‘সব সময় (বন্দুকের) সেফটি লক চালু রাখা উচিত বা ট্রিগার লক ব্যবহার করা উচিত।’

টেনেসি নিরাপত্তা ও স্বদেশ নিরাপত্তা বিভাগ জানায়, আগ্নেয়াস্ত্রের ‘নিরাপদ ও সুরক্ষিত সংরক্ষণ’ অস্ত্রের মালিকদের অন্যতম প্রধান দায়িত্ব। সংস্থাটি পরামর্শ দিয়েছে যে, অস্ত্র ও গুলি শিশু কিংবা অননুমোদিত ব্যক্তিদের হাত থেকে দূরে রাখতে নিরাপদে সংরক্ষণ করা উচিত। বন্দুক সব সময় লক করে রাখতে হবে এবং গুলি আলাদা জায়গায় রাখতে হবে।

টেনেসিতে বন্দুকের মালিক হওয়ার জন্য সঠিক প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগ্নেয়াস্ত্র ব্যবহারের আগে মালিকদের অবশ্যই সেটির কার্যপ্রণালি সম্পর্কে স্পষ্ট ধারণা থাকতে হবে। টেনেসিতে বন্দুকের লাইসেন্স পাওয়ার জন্য আবেদনকারীদের অবশ্যই ছয় মাসের মধ্যে একটি হ্যান্ডগান সেফটি কোর্স সম্পন্ন করতে হয়।

- Advertisement -

Related Articles

Latest Articles