-0.1 C
Toronto
বুধবার, মার্চ ১২, ২০২৫

চোটে ছিটকে গেলেও পার্টিতে ঝলমলে নেইমার

চোটে ছিটকে গেলেও পার্টিতে ঝলমলে নেইমার
ছবি সংগৃহীত

আবারও চোটে পড়েছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। পিএসজি ছেড়ে সৌদি প্রো লিগের ক্লাব আল হিলালে গিয়েছিলেন দুই বছরের চুক্তিতে। কিন্তু চোটের কারণে দেড় বছরই মাঠের বাইরে কাটাতে হয় তাকে। এরপর চুক্তি বাতিল করে ফিরে যান শৈশবের ক্লাব সান্তোসে। তবে সেখানেও মুক্তি মেলেনি ইনজুরি থেকে। কয়েক সপ্তাহ মাঠে নামার পর ফের চোটে ছিটকে পড়েছেন এই ফরোয়ার্ড।

সোমবার ক্যাম্পেওনাতো পলিস্তার সেমিফাইনালে করিন্থিয়ান্সের বিপক্ষে ২-১ গোলে হেরে বিদায় নেয় সান্তোস। বেঞ্চে থাকলেও ম্যাচে খেলতে পারেননি নেইমার। ওই ম্যাচের আগে খেলতে না পারার হতাশায় কেঁদে ফেলেন তিনি, যার ভিডিও ইতোমধ্যেই ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

- Advertisement -

তবে এর মধ্যেই নেইমার আলোচনার জন্ম দিয়েছেন পার্টিতে অংশ নিয়ে। ৩ মার্চ সান্তোস-ব্রাগানতিনো ম্যাচে বদলি হয়ে মাঠ ছাড়ার কিছুক্ষণ পরেই এক পার্টিতে দেখা যায় নেইমারকে। চোটের মাঝেও এমন উপস্থিতি মেনে নিতে পারছেন না অনেক ভক্ত-সমর্থক। সমালোচনার মুখে পড়েছেন তিনি বিশেষ করে সেমিফাইনালের আগেই পার্টিতে যোগ দেওয়ায়।

নেইমার পরে নিজেই জানিয়েছেন তার চোটের ব্যাপারে, ‘দুর্ভাগ্যবশত গত কয়েক সপ্তাহ ধরে কিছুটা ব্যথা অনুভব করছিলাম। দলের হয়ে মাঠে নামতে চেয়েছিলাম। সকালে আমরা কিছু টেস্ট করাই, কিন্তু ব্যথা বেড়ে যায়।’

নেইমারের পার্টিতে যাওয়া নিয়ে এখনো চলছে বিতর্ক। একদিকে চোটের কারণে মাঠের বাইরে থাকা, অন্যদিকে পার্টিতে অংশ নেওয়া—এই দ্বৈত অবস্থানে প্রশ্ন উঠেছে তার পেশাদারিত্ব নিয়েও।

- Advertisement -

Related Articles

Latest Articles