
শেরে বাংলা নগর থানায় এ মামলা করেন সিঁথি। তিনি বলেন, প্রকাশ্যে আমাকে একজন ধর্ষণের হুমকি দিয়েছে। দেশের এই অরাজকতার ভিতরে আমি অনিরাপদ বোধ করছি। এই অবস্থায় রেপ থ্রেট আমার জন্য একটা বড় হুমকি সাধারণ মানুষ হিসেবে। তাই এই মামলা দায়ের করেছি।
সিঁথি আরো বলেন, আমাকে যে প্রকাশ্যে ধর্ষণের হুমকি দিয়েছে তারা নাম খালেদ মাহমুদ হৃদয় খান। উনি একজন কন্টেন্ট ক্রিয়েটর। ওনাকে আপনারা চিনবেন, সম্প্রতি সাভার থানা তাকে গ্রেফতার করেছে সামাজিক বিশৃঙ্খলা করার জন্য।
আমি তার নামে একটি এফআইআর দায়ের করেছি ধর্ষণের হুমকি ও মানহানির জন্য। যারা মেয়েদের উত্ত্যক্ত করে সমাজে বিশৃঙ্খলা তৈরি করতে চায়, তাদের সবাইকে আইনের আওতায় আনা উচিত।