-0 C
Toronto
বুধবার, মার্চ ১২, ২০২৫

ফেডারেল সরকারি সেবা কমাতে চান পয়লিয়েভর

ফেডারেল সরকারি সেবা কমাতে চান পয়লিয়েভর
কনজার্ভেটিভ নেতা পিয়েরে পয়লিয়েভর বলেছেন তার পরিচালিত সরকার বেম কিছু সংখ্যক সরকারি কর্মচারী কমিয়ে ফেলবেন

কনজার্ভেটিভ নেতা পিয়েরে পয়লিয়েভর বলেছেন তার পরিচালিত সরকার বেম কিছু সংখ্যক সরকারি কর্মচারী কমিয়ে ফেলবেন। তবে তারা যদি বাড়িতে থেকে কাজ করেন তাহলে তার কোনো আপত্তি থাকবে না।

ফেডারেল কর্মীদের সপ্তাহে পাঁচদিন অফিস করার ব্যাপারে ট্রাম্পের নির্বাহী আদেশ ভালো সিদ্ধান্ত কিনা জানতে চাইলে রেডিও-কানাডাকে পয়লিয়েভর বলেন, যে বিষয়টি বড় তা হলো সরকারি কর্মচারীরা কাজ করছেন কিনা সেটা। ফেডারেল সরকারের মধ্যে এখন কাজ হচ্ছে না।

- Advertisement -

সরকারি কর্মচারীদের স্পষ্ট অ্যাসাইনমেন্ট দেওয়ার দাবি জানিয়েছেন তিনি। এবং সেই কাজ তারা সমাপ্ত করছে কিনা সেদিকে কঠোর দৃষ্টি রাখারও দাবি জানিয়েছেন।

পয়লিয়েভর আরও বলেন, একই সঙ্গে তিনি বেশ কিছু সরকারি সেবাও কমাবেন। এ ব্যাপারে নিজের যুক্তি তুলে ধরে তিনি বলেন, কানাডায় আমলার সংখ্যা অনেক বেশি। ফেডারেল সরকার এক লাখ ১০ হাজার সরকারি কর্মচারী নিয়োগ দিয়েছে।

ঠিক কত সংখ্যক সরকারি কর্মচারী তিনি কমাবেন জানতে চেয়েছে দ্য কানাডিয়ান প্রেস। সেই সঙ্গে তিনি কী ধরনের মনিটরিং পদ্ধতির কথা ভাবছেন এবং সরকারি কর্মচারীদের সপ্তাহে তিনদিন সশরীরে কাজের সুযোগ বাতিল করবেন কিনা এখন পর্যন্ত তার উত্তর পায়নি তারা।
কানাডা সরকারের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ২০১৫ সালে সরকারি কর্মচারীর সংখ্যা ছিল ২ লাখ ৫৭ হাজার ৩৪জন। ২০২৪ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ৩ লাখ ৬৭ হাজার ৭৭২ জনে।

এ সপ্তাহের আগে পয়লিয়েভর বাড়িতে বসে কাজের প্রসঙ্গটি এড়িয়ে যেতেন।

This article was written by Sohely Ahmed Sweety as part of the LJI.

- Advertisement -

Related Articles

Latest Articles