-0 C
Toronto
বুধবার, মার্চ ১২, ২০২৫

হলোকাস্টের ইতিহাসকে অতিরঞ্জিত মনে করেন অধিকাংশ কানাডিয়ান তরুণ

হলোকাস্টের ইতিহাসকে অতিরঞ্জিত মনে করেন অধিকাংশ কানাডিয়ান তরুণ
হলোকাস্ট যে অতিরঞ্জিত সেটা মনে করেন ১৮ থেকে ২৪ বছর বয়সী ১৮ শতাংশ কানাডিয়ান

সোমবার ছিল নাৎসি বাহিনীর কুখ্যাত নিধন ক্যাম্প অসভিটজের মুক্তির আট দশক পূর্তি। দ্বিতীয় বিশ^যুদ্ধ চলাকালে এই ক্যাম্পে ১০ লাখের বেশি লোকককে হত্যা করা হয়েছিল। তার মধ্যে অধিকাংশই ছিল ইহুদি।

সবাই যখন দিনটি পালনের জন্য পোল্যান্ডের অসভিটজ-বিরকেনো মেমোরিয়াল এবং দক্ষিণ পোল্যান্ডের জাদুঘরে জড়ো হচ্ছেন তখন নতুন এক সমীক্ষা বলছে, বর্ধিত সংখ্যক কানাডিয়ানের মতে হলোকাস্টের ইতিহাস অতিরঞ্চিত করে প্রচার করা হয়ে থাকে।

- Advertisement -

অ্যাসোসিয়েশন অব কানাডিয়ান স্টাডিজ প্রকাশ করা লেজার পরিচালিত ওই সমীক্ষা অনুযায়ী, হলোকাস্ট যে অতিরঞ্জিত সেটা মনে করেন ১৮ থেকে ২৪ বছর বয়সী ১৮ শতাংশ কানাডিয়ান। এই বিবৃতি সমর্থন করেন ২৫ থেকে ৩৪ বছর বয়সী ১৫ শতাংশ কানাডিয়ান।

২০২৪ সালের ১৭ থেকে ২০ মে পর্যন্ত এক হাজার ৫১৯ জন কানাডিয়ানের ওপর সমীক্ষাটি পরিচালনা করা হয়। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে পরিচালিত লেজারের এক সমীক্ষাতেও অংশগ্রহণকারীদের সামনে একই প্রশ্ন রাখা হয়েছিল। এর সঙ্গে একমত পোষণ করেছিলেন ১৮ থেকে ২৪ বছর বয়সী ১৬ শতাংশ কানাডিয়ান। ২৫ থেকে ৩৪ বছর বয়সী ৫ শতাংশ কানাডিয়ান এই বক্তব্যের সঙ্গে একমত পোষণ করেছিলেন।

এই বক্তব্য সমর্থনকারী ৩৫ থেকে ৪৪ বছর বয়সী কানাডিয়ানের হার ৫ শতাংশ থেকে বেড়ে ৮ শতাংশে উন্নীত হয়েছে। ফেব্রুয়ারির সমীক্ষার চেয়ে মে মাসে পরিচালিত সমীক্ষায় এই হার বেড়েছে। অন্যদিকে ৪৫ থেকে ৫৪ বছর বয়সীদের মধ্যে এই হার ৪ শতাংশ থেকে বেড়ে হয়েছে ১১ শতাংশ।

ইহুদিবিদ্বেষ সংক্রান্ত কানাডার বিশেষ দূত ডেবোরাহ লায়ন্স শুক্রবার এক সাক্ষাৎকারে বলেন, হলোকাস্ট থেকে বেঁচে ফেরা ব্যক্তিদের সংখ্যা কমে আসায় বিশ^ এক চ্যালেঞ্জের মুখে পড়ে গেছে। হলোকাস্টের মতো গল্প প্রথমত আবেগাত্মক গল্প। এটা কেবলমাত্র তথ্য-উপাত্ত নয়।

This article was written by Sohely Ahmed Sweety as part of the LJI.

- Advertisement -

Related Articles

Latest Articles