
আগামী নির্বাচনে দলীয় ব্যানারে আবারও নির্বাচন করতে চান বলে জানিয়েছেণ সাবেক র্যাংকিং কনজার্ভেটিভ এমপি লিওনা অ্যালেসলেভ। ছয় বছরের সাবেক এমপি এবং একসময় নেতৃত্বের আশাবাদী অ্যালেসলেভ কিংস্টন ও আইল্যান্ডস থেকে দলের কাছে মনোনয়ন চাইছেন।
তিনি বলেন, কানাডাকে আরও বেশি নিরাপদ, সমৃদ্ধিশালী ও ঐক্যবদ্ধ করার ব্যাপারে হাউস অব কমন্সে আমার কাজ অসম্পন্ন রয়ে গেছে।
বিমান বাহিনীর সাবেক এই কর্মকর্তা আগে জিটিএর অরোরা ওক রিজেস রিচমন্ড হিলের প্রতিনিধিত্ব করেন। তিনি বলেন, কিন্তু তিনি দীর্ঘদিন ধরেই তার নিজ শহর কিংস্টনে ফেরার ইচ্ছা পোষণ করে আসছেন। সামরিক পরিবারের অংশ হিসেবে সেখানেই তার বেড়ে ওঠা।
অ্যালেসলেভ বলেন, ভেবেছিলাম আমার রাজনৈতিক জীবন বোধ হয় শেষ। কিন্তু আমার স্বামী অবসরে যাচ্ছেন এবং আমাদের সন্তানরাও বড় হচ্ছে। তাই আমরা কোথায় থাকব সে সিদ্ধান্ত নেওয়ার অবস্থানে আমরা এখন পৌঁছেছি। অন্যান্য কারণে আমাদের কোথায় বাস করতে হবে সে অবস্থায় আমরা এখন আর নেই।
২০১৫ সালে লিবারেল পার্টির ব্যানারে প্রথম এমপি নির্বাচিত হয়েছিলেন অ্যালেসলেভ। কিন্তু ২০১৮ সালের নির্বাচনের আগে তিনি ফ্লোর বদলান। লিবারেল সরকারের অর্থনীতি ও পররাষ্ট্র নীতি ব্যবস্থাপনা নিয়ে সমালোচনা করে ফেœলার পরিবর্তন করেন তিনি।
২০১৯ সালে তিনি কনজার্ভেটিভ পার্টির ব্যানারে পুনরায় নির্বাচিত হন এবং সাবেক নেতা অ্যন্ড্রু শিয়ারের অধীনে উপনেতা হন। কিন্তু ২০২১ সালের নির্বাচনে লিবারেল এমপি লিয়াহ টেইলর রয়ের কাছে হেরে যান তিনি।
২০২০ সালের নেতৃত্বের নির্বাচনে পিটার ম্যাকেকে সমর্থন করেন অ্যালেসলেভ। পরবর্তীতে ২০২২ সালে দলীয় নেতৃত্বে নিজের নামই ঘোষণা করেন তিনি। ওই নির্বাচনে বর্তমান দলীয় নেতা পিয়েরে পয়লিয়েভর জয়লাভ করেন।