-0 C
Toronto
বুধবার, মার্চ ১২, ২০২৫

বাণিজ্য যুদ্ধে যেসব সামগ্রীর দাম বাড়বে

বাণিজ্য যুদ্ধে যেসব সামগ্রীর দাম বাড়বে
কানাডিয়ান পণ্যের ওপর শুল্ক কার্যকর করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

কানাডিয়ান পণ্যের ওপর শুল্ক কার্যকর করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাল্টা পদক্ষেপ হিসেবে কানাডাও প্রতিশোধমূলক শুল্ক আরোপের সিদ্ধান্ত নিয়েছে। বাণিজ্য যুদ্ধ নিয়ে ভরে মধ্যে এটা ঘটতে যাচ্ছে।

সত্যি সত্যিই বাণিজ্য যুদ্ধ শুরু হলে বেশ কিছু পণ্যের দাম বাড়বে। এবার দেখে নেওয়া যাক পণ্যগুলো।

- Advertisement -

নাস্তার খাবার
সব পণ্যের ওপর যদি শুল্ক কার্যকর হয় তাহলে আপনার নাস্তার টেবিলের খাবারের দাম বেড়ে যাবে।

যুক্তরাষ্ট্র নাস্তার খাবারের সবচেয়ে বড় রপ্তানিকারক এবং কানাডা এর সবচেয়ে বড় রপ্তানি বাজার। ইউ.এস. ইন্টারন্যাশনাল ট্রেড অ্যাডমিনিস্ট্রেশনের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের মোট কৃষিপণ্য রপ্তানির ১৫ শতাংশের গন্তব্য কানাডা। সুপারমার্কেটগুলোতে মজুদ নাস্তার খাবারে প্রসঙ্গ তুললে ২০২২ সালে যুক্তরাষ্ট্রের এই পণ্যে রপ্তানি বাজারে কানাডার হিস্যা ছিল ২৪ শতাংশ।

ইউ.এস. ডিপার্টমেন্ট অব এগ্রিকালচারের অংশ ফরেন এগ্রিকালচারাল সার্ভিসের তথ্য অনুযায়ী, ২০২৩ সালে যুক্তরাষ্ট্র কানাডায় প্রায় ২৮০ কোটি ডলারের শস্য রপ্তানি করেছে।

প্রসাধন সামগ্রী
গোসলের পর আপনি যে প্রসাধন সামগ্রী ব্যবহার করেন এবং গোসলের সময় যে সাবান ব্যবহার করেন তার দাম বাড়তে পারে।

কানাডায় সৌন্দর্য্য পণ্যের সর্ববৃহৎ সরবরাহকারী যুক্তরাষ্ট্র। কানাড্হাচ্ছে বিশ্বের অষ্টম বৃহৎ সৌন্দর্য্য পণ্যের আমদানিকারক। প্রতি বছর ১৭৪ কোটি ডলারের সৌন্দর্য্য পণ্য আমদানি করে থাকে দেশটি। এর মধ্যে যুক্তরাষ্ট্র থেকে আমদানি করে ১১৯ কোটি ডলারের পণ্য। দ্বিতীয় স্থানে থাকা ফ্রান্স থেকে আসে ১৭ কোটি ৮০ লাখ ডলারের সৌন্দর্য্য পণ্য।

ফলের রস
কোন পণ্যের ওপর শুল্ক আরোপ করা হবে সেই সিদ্ধান্ত নিতে কানাডা অর্থনৈতিক যুক্তির পরিবর্তে রাজনৈতিক যুক্তিকে বেছে নিতে পারে। অটোয়া ট্রাম্পের নিজের রাজ্য ফ্লোরিডাকে এক্ষেত্রে লক্ষ্যবস্তুতে পরিণত করতে পারে। রাজ্যটি কমলা ও কমলার রসের বৃহৎ রপ্তানিকারক।

২০২২ সালে কানাডা ৫৯ কোটি ৬০ লাখ ডলারের ফলের রস আমদানি করেছে। এর মধ্যে ৩৮ কোটি ৫০ লাখ ডলারের পণ্য এসেছে যুক্তরাষ্ট্র থেকে।

অ্যালকোহল
কানাডিয়ানরা আমেরিকান হুইস্কি ভালোবাসেন। ২০২৩ সালে যুক্তরাষ্ট্র কানাডায় অ্যালকোহল রপ্তানি করেছে ২৬ কোটি ২০ লাখ মার্কিন ডলারের। এর মধ্যে শুধু হুইস্কিই রপ্তানি করেছে ৭ কোটি ৬০ লাখ ডলারের।

কানাডা আমেরিকা থেকে আমদানি করা কেন্টাকি হুইস্কি ও ক্যালিফোর্নিয়া ওয়াইনের মতো পণ্যের ওপর প্রতিশোধমূলক শুল্ক আরোপ করতে পারে।

ট্রাম্পের প্রথম মেয়াদে কেন্টাকি-স্টাইল হুইস্কির ওপর প্রতিশোধমূলক শুল্ক আরোপ করেছিল। ট্রাম্পের শুল্ক কার্যকর হলে একটি কানাডিয়ান প্রদেশ আমেরিকান অ্যালকোহলের পরিমাণ তাকে সীমিত করার দিকে এরই মধ্যে এগোনো শুরু করেছে।

গাড়ি
আলিয়াঞ্জ ট্রেড ইন কানাডার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ডেভিড ডিয়েনেশ বলেছেন, প্রস্তাবিত শুল্কের ধাক্কা এরই মধ্যে টের পেতে শুরু করেছে কানাডার অটোমোটিভ শিল্প। এই খাতটির সঙ্গে আমাদের অর্থনীতি খুবই শক্তিশালীভাবে সম্পৃক্ত এবং অটোমোটিভ শিল্প নিয়ে উদ্বেগটা তাই সব সময়ের। এর ফলে চাকরি হারানোর ঘটনা ঘটবে। উচ্চ ভোক্তা ঋণের কারণে কানাডিয়ান ভোক্তারা এমনিতেই নগদ অর্থের সংকটে রয়েছেন।

ট্রাম্পের শুল্কের পাল্টা হিসেবে কানাডা প্রতিশোধমূলক শুল্ক আরোপ করলে আরও যেসব পণ্যের দাম বাড়তে পারে তার মধ্যে রয়েছে তাজা ফলমূল ও সব্জি, সিফুড, জামা-কাপড়, ফেব্রিক, অ্যাপারেল ও জুতা, অ্যামাজন প্রাইম ভিডিও ও নেটফ্লিক্স এবং ফুল ও চকোলেট।

- Advertisement -

Related Articles

Latest Articles