
আর কোনো আইন নয় !
বাগে বলে নিচ্ছি যে এই লেখাটির English ট্রান্সলেশন আমি বন্ধ করে দিয়েছে কারণ আমি বেপারটি আমার অন্যান্ন দেশের বন্ধুদের সাথে শেয়ার করতে একজন ছেলে হিসাবে লজ্জা বোধ করছি। যদিও এগুলি সব দেশেই হয়, কিন্তু এক্ষেত্রে যেহেতু নিজের দেশ নিয়ে বলছি তাই এই ইতস্ততা বোধ। আমি বড়ো হওয়ার পর থেকেই দেশে ধর্ষণের কথা শুনে আসছি বছরের পর বছর। যেই দলের যেই সরকার যত বড়ো বড়ো কথা বলুক কেউই এর কোনো সুরাহা করতে পারে নাই, বরং দিনে দিনে এটার অত্যান্ত ঘৃণিত এবং ভয়াবহ রূপ ধারণ করছে, যেটি সামপ্রতিক কিছু ঘটনায়ও দেখা যাচ্ছে। এর থেকে ছোট বাচ্চারাও রক্ষা পাচ্ছে না।
জানিনা দেশে এই বিষয়ে কি আইন আছে, আমার মনে হয়না যে মৃত্যুদণ্ড থাকলেও অন্তত আমাদের দেশে এগুলি কমবে। যেটা করতে হবে সেটা হলো প্রমাণিত হলে এই বিচার মাত্র ২/১ মাসের মধ্যেই অগ্রাধিকার ভিত্তিতে করে অপরাধী ব্যাক্তিকে অপারেশন করে তাকে খোজা বা Castrate করে দেয়া যাতে করে সে আজীবন পুরুষত্বহীন থাকে।
এই রকম কিছু দৃষ্টান্তমূলক বিচার হলে কেউ যখন এটি করতে যাবে তখন সে জানবে যে সে ঠিক ওই সময়টা উপভোগ করলেও ধরা খেলে সারাজীবনের অন্য তার উপভোগ করা শেষ, এমনকি নিজের বৌয়ের সাথেও কিছু করতে পারবে না ! শুনতে খুব খারাপ লাগলেও বা ইন-হিউম্যান মনে হলেও এছাড়া আমাদের দেশে আর কোনো বিকল্প নেই।
এই কাজটি ইচ্ছা করলে বর্তমান সরকারীই করতে পারে কারণ তাদের অনেকে একটি অসাধ্য সাধন করে দেখিয়েছেন, আর না পারলে বুঝতে হবে তারাও আগের সব সরকারের মতো !
২০২০ সালে New York Times এবং BBC তে শুনেছিলাম নাইজেরিয়াতে ধর্ষণের সংখা অতিমাত্রায় বেড়ে যাওয়াতে সেখানকার Kaduna নামের প্রদেশে শিশু ধর্ষকদের জন্য এমন একটি বিল পাস্ করেছিল। শুনেছি অন্য আরো কিছু দেশেও এমন আছে। কিছু বিতর্কও আছে এই আইন নিয়ে কারণ এই জাতীয় অপারেশনের কারণে ধর্ষকের শাররীক এবং মানসিক অবস্থার কিছু অবনতির দিক ভেবে। আম্মি অন্তত সেটি নিয়ে চিন্তিত নোই। আমি মানুষের Human Rights নিয়ে যথেষ্ট শ্রদ্ধাভান কিন্তু এই জাতীয় ধর্ষকদের জন্য আমার কোনো sympathy নেই , sorry .
আমার যে সমস্ত আত্মীয় বা কাছের লোক এটি পড়ছেন কখনো তাদের কেউ যদি এই জাতীয় কাজে জড়িত হন তাহলে তাদের কারো যদি castrate বা খোঁজা করে দেওয়া হয় তাহলে আমার কোনো ধরণের আপত্তি থাকবে না !!! বরং আমি সেটি পাবলিকলি প্রকাশ করে দিবো।
টরন্টো, কানাডা