
তুমুল সমালোচনার মধ্যেও একের পর এক গান প্রকাশ করে যাচ্ছেন আশরাফুল আলম ওরফে হিরো আলম। থেমে নেই অভিনয়ও। তিনি নিজের মতো করেই এগিয়ে যাচ্ছেন। সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকেও তার লাখো অনুসারী। আর অফিসিয়াল ফেসবুক পেজটিও ছিল ভেরিফায়েড। তবে সম্প্রতি তার ফেসবুক পেজ থেকে ব্লু-ব্যাজ উধাও হয়ে গেছে। হিরো আলম বলছেন, ‘পালাল পালাল মুরাদ হাসান’ শিরোনামে একটি গান তার অফিশিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশ করার পাশাপাশি ফেসবুক পেজেও দেওয়া হয়েছিল। সেদিন রাত থেকেই পেজের ব্লু-ব্যাজ উধাও হয়ে গেছে। তার ধারণা, ওই গানের কারণেই এ ঘটনা ঘটেছে।
হিরো আলমের ভাষ্য, ‘আমি বুঝতে পারছি না কেন এমন হলো। হতে পারে কেউ আমার বিরুদ্ধে ফেসবুক কর্তৃপক্ষের কাছে রিপোর্ট করেছেন। আমি নিশ্চিত না হয়ে এ বিষয়ে কিছু বলতে পারছি না।’ তিনি আরও বলেন, ‘কেন ব্লু-ব্যাজ সরানো হলো সে বিষয়ে খোঁজ নিচ্ছি। প্রকৃত কারণ জেনে অবশ্যই আপনাদের জানাব। ব্লু-ব্যাজ ফিরিয়ে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’
এদিকে, আজ সন্ধ্যা ৬টায় এক স্ট্যাটাসে তিনি জানিয়েছেন, ‘ফেসবুক পেজ আপডেটজনিত কারণে ভেরিফায়েড অপশন বন্ধ আছে। ইনশাআল্লাহ শিগগিরই ফিরে পাব।’ সম্প্রতি ‘বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম’ গানটি নিজের কণ্ঠে গেয়ে ভাইরাল হন হিরো আলম! তবে তিনি বাংলার বদলে হিন্দিতে গানটি গেয়েছেন।
ফেসবুক ব্যবহারকারীর নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ব্যক্তি ও প্রতিষ্ঠানের অ্যাকাউন্ট ভেরিফিকেশনের ব্যবস্থা চালু আছে। যেখানে অ্যাকাউন্টের নামের পাশে নীল রঙের একটি টিক চিহ্ন থাকে।