7.3 C
Toronto
শুক্রবার, এপ্রিল ১৮, ২০২৫

মিষ্টিকে পেতে অফার করা হয়েছিল মার্সেডিজ বেঞ্জ!

মিষ্টিকে পেতে অফার করা হয়েছিল মার্সেডিজ বেঞ্জ! - the Bengali Times
মিষ্টি জান্নাত

ঢাকাই সিনেমার জনপ্রিয় মুখ মিষ্টি জান্নাত, যিনি ২০১৪ সালে ‘লাভ স্টেশন’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন, অভিনেত্রী পরিচয়ের পাশাপাশি একজন দক্ষ দন্ত্য চিকিৎসক হিসেবেও তিনি পরিচিত।

সম্প্রতি বেসরকারি একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মিষ্টি তার ব্যাক্তিগত অনেক বিষয়ে খোলাসা করেছেন।

- Advertisement -

শুধু প্রেমের প্রস্তাব কেন, খারাপ প্রস্তাবও পেয়েছি, বড় বড় অ্যামাউন্ট অফার করা হয়েছে, কিন্তু আমি রাজি হই নি।আমার প্রথম প্রশ্ন হচ্ছে তোমাকে এই ধরনের প্রপোজাল দেওয়ার সাহস পায় কীভাবে?

প্রশ্নের জবাবে মিষ্টি জানান, প্রপোজাল দেওয়ার সাহস আসলে আমাকে সরাসরি দেওয়ার সাহস পায় না।দেখা গেল কোন ডিরেক্টর প্রডিউসারকে নিয়ে আসলো প্রডিউসার সব দেখে, সবি ভালো বাট তখন অফার করা হয় আমার মার্সেডিজ বেঞ্জ চাইলে নিয়ে যাইতে পারো তখন আমি বলি না আমারতো বিএমডাব্লিউ আছে। ৬/৭ বছর হয়ে গেছে ,তখন বলে না আমারটা নতুন আছে চাইলে এটা নিয়ে নিতে পার।

পরে ডিরেক্টর জানায় প্রডিউসার সাইনিং মানি দিয়ে গেছে বাট ওনিতো আসলে তোমার সাথে প্রেম করতে চায়।টাকার বিনিময় থাকবে ওটা সরাসরি বলে না ।

বেশিরভার প্রডিউসাররা দেশের বাহিরে থেকে আসে উল্লেখ করে, মিষ্টি আরো জানান তারা যখন আসলে আমার গাড়ি, টাকা, লোক দেখে ওরা আসলে আশ্চর্য হয়ে যায়।অন্যদের যেমন ১৫/২০ লাখ অফার করে আমাকে তখন আর ওভাবে বলতে পারে না বাট প্রেম করার কথা বলে।

সবচেয়ে বড় অ্যামাউন্ট কত অফার করা হয়েছিল জানতে চাইলে মিষ্টি জানান, মার্সেডিজ বেঞ্জ অফার করা হয়েছিল।

- Advertisement -

Related Articles

Latest Articles