12.3 C
Toronto
শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

অমিতাভ না সঞ্জয়, কার নামে সিঁদুর পরেন রেখা?

অমিতাভ না সঞ্জয়, কার নামে সিঁদুর পরেন রেখা? - the Bengali Times
ছবি সংগৃহীত

বলিউডের বর্ষীয়ান অভিনেতা অমিতাভ বচ্চন ও অভিনেত্রী রেখা একসময়ের অন্যতম জুটি ছিলেন। যাদের নিয়ে নিত্য চর্চা থাকে তুঙ্গে। ক্যারিয়ারের শুরু থেকেই অমিতাভ ও রেখার সম্পর্কের সমীকরণ বেশ মজবুত ছিল। তবে একটা সময় তা পরকীয়ার জল্পনা সৃষ্টি করে। কখনো রেখার বিস্ফোরক মন্তব্য, আবার কখনো রেখার সিঁথিতে সিঁদুর— সবটাই ধোঁয়াশা তৈরি করেছিল।

অভিনেতা সঞ্জয় দত্তের নাম শুনতে অবাক লাগলেও এটিই সত্যি। ছবি জমিন আকাশ-এ একসঙ্গে কাজ করা। সেই থেকে শোনা যায়, তাদের মধ্যে নাকি বাড়ছে ঘনিষ্ঠ সম্পর্ক। এরপরই রেখাকে সিঁদুর পরতে দেখা যায়, যা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন ওঠে।

- Advertisement -

বিষয়টি সঞ্জয় দত্তের মা নার্গিসের কানেও যায়। যদিও তিনি বিষয়টিকে মোটেও ভালো চোখে দেখেননি। বরং বারবার কটাক্ষ ও বিদ্রূপ করেছেন রেখাকে। তবে রেখাকে নাকি গোপনে বিয়ে করেছিলেন সঞ্জয় দত্ত। রেখার সঙ্গে এই ছবির সেটেই নাকি প্রেম হয় তার। যদিও সবটা নিয়ে দুজনেই ছিলেন চুপ।

তাতেই বাড়ে জল্পনা। ছবি শেষ হতে না হতেই রেখার সিঁথিতে সিঁদুর যখন খবর সৃষ্টি করে, তখন একপ্রকার চুপ হয়ে যান দুজনেই। রেখাও কোনো নির্দিষ্ট কারণ খোলাসা করেন না। যদিও কেউ কেউ মনে করেন, রেখার সঙ্গে অমিতাভের সম্পর্ক, তিনি নাকি অমিতাভের নামেই সিঁদুর পরেন। তবে রেখা তা নিয়ে খুব একটা রহস্যভেদ করেননি কোনো দিনই।

 

- Advertisement -

Related Articles

Latest Articles