2.9 C
Toronto
রবিবার, এপ্রিল ২০, ২০২৫

বিচার চাইছে, তারাই কাজের বিনিময়ে শোয়ার শর্ত দিয়েছে: অভিনেত্রী স্বাগতা

বিচার চাইছে, তারাই কাজের বিনিময়ে শোয়ার শর্ত দিয়েছে: অভিনেত্রী স্বাগতা - the Bengali Times

নারীদের ওপর নির্যাতন, ধর্ষণের ঘটনায় উত্তাল সারাদেশ। বিশেষ করে ছোট্ট শিশু আছিয়ার মৃত্যুর পর অনলাইন-অফলাইনসহ সকল প্লাটফর্মেই ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ডের দাবি জানানো হয়েছে।

- Advertisement -

সাধারণ মানুষ যেমন ধর্ষকদের বিরুদ্ধে আওয়াজ তুলেছেন, শোবিজাঙ্গনের তারকারাও বর্তমান পরিস্থিতি নিয়ে নিজেদের উদ্বেগের কথা জানিয়েছেন।

তেমনই এক উদ্বেগের কথাই শোনা গেল অভিনেত্রী জিনাত শানু স্বাগতার কণ্ঠে। অভিনেত্রী জানালেন, তার পরিচিতি এমন অনেকেই ধর্ষকের বিচার চাইছেন, যারা নিজেরাই কাজের বিনিময়ে তাকে আপত্তিকর প্রস্তাব দিয়েছিলেন।

শুক্রবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে স্বাগতা লিখেছেন, ‘আমার নিউজফিডে প্রচুর পুরুষকে দেখছি ধর্ষকের বিরুদ্ধে জোর প্রতিবাদ জানিয়েছে। কিন্তু এর মধ্যে অনেকেই আমাকে কাজের বিনিময়ে শোয়ার শর্ত জুড়ে দিয়েছে। রাজি হইনি বলে চিরতরে কাজের সুযোগও বন্ধ করে দিয়েছে। প্রশ্ন হচ্ছে তারাও কি ধর্ষক নয়?’

অভিনেত্রীর সেই পোস্টে একজন লিখেছেন, ‘তারা তোমার অনুমতি চেয়েছে, জোর জবরদস্তি করেনি ইচ্ছার বিরুদ্ধে। তোমার যেমন ‘না’ বলার স্বাধীনতা আছে, তাদেরও তেমন কাজে ‘না’ নেওয়ার স্বাধীনতা আছে।’

সেই মন্তব্যের জবাবে স্বাগতা লিখেছেন, ‘এটা হলো সিন্ডিকেট করে কাজ বন্ধ করা। যেন আমি বাধ্য হই ইয়েস বলতে। টেকনিকালি ধর্ষণ, যদি কাজ করতেই হয় তাহলে রাজি হতেই হবে…।’

তবে কারা কাজের বিনিময়ে আপত্তিকর প্রস্তাব দিয়েছিল, তাদের নাম ফাঁস করেননি এই অভিনেত্রী।

সূত্র : বিডি২৪লাইভ

- Advertisement -

Related Articles

Latest Articles