2.9 C
Toronto
রবিবার, এপ্রিল ২০, ২০২৫

গৌরী হিন্দু, শাহরুখ মুসলিম— আমারও কিন্তু তেমনই পরিবার : অপু

গৌরী হিন্দু, শাহরুখ মুসলিম— আমারও কিন্তু তেমনই পরিবার : অপু - the Bengali Times
অপু বিশ্বাস

ঢাকাই সিনেমার চিত্রনায়ক শাকিব খানকে ২০০৮ সালের ১৮ এপ্রিল গোপনে বিয়ে করেন ঢালিউড কুইন খ্যাত চিত্রনায়িকা অপু বিশ্বাস। তাদের বিয়ের প্রায় ৮ বছরের মাথায় জন্ম নেয় প্রথম সন্তান আব্রাম খান জয়।

এর এক বছর পরই ভেঙে যায় শাকিব-অপুর সংসার। আলাদা হয়ে যায় দুজনের পথচলা। অপুর সঙ্গে বিচ্ছেদের পরই চিত্রনায়িকা শবনম বুবলীকে বিয়ে করেন শাকিব। তবে সেই সংসারেও থিতু হতে পারেননি তিনি।

- Advertisement -

সময়ের সঙ্গে শাকিব-বুবলীর মধ্যেকার দূরত্ব বেড়েছে। অন্যদিকে অপুর সঙ্গে সম্পর্কের বরফ গলেছে। ফলে বিচ্ছেদের পরেও সন্তানের জন্য এই দুই তারকার বিভিন্ন সময় দেখা হয়েছে, নিজেদের মধ্যে কথাবার্তাও চলেছে।

উপস্থাপক হিসেবে হাজির হচ্ছেন অপু বিশ্বাস

একটা সময়ে অপুর কণ্ঠে শাকিবকে নিয়ে নানা হতাশা-আক্ষেপের গল্প শোনা গেলেও এখন প্রাক্তন স্বামীর প্রশংসায় মুখরিত থাকেন তিনি। সম্প্রতি যেমন এক সাক্ষাৎকারে শাকিবকে সম্মান করার কয়েকটি কারণ জানিয়েছেন এই অভিনেত্রী।

যেখানে অপু বলেছেন, শাকিব আমার স্বামী, তাই তার প্রতি সবসময়ই সম্মানটা থাকবে। এছাড়া সে আমার সন্তানের বাবা, এটাও তার প্রতি সম্মান বৃদ্ধির অন্যতম কারণ।

শাকিব খানের সঙ্গে বিচ্ছেদ হলেও নায়ককে নিজের প্রাক্তন বলতে নারাজ অভিনেত্রী। বরং শাকিব ও আব্রাম খান জয়কেই নিজের পরিবার বলে মানেন তিনি।

বন্যার্ত অসহায় বাচ্চাদের মাঝে নিজের ছেলেকে খুঁজে পান অপু

এক্ষেত্রে অপু উদাহরণ টেনেছেন বলিউড বাদশাহ শাহরুখ খানের পরিবারের। নায়িকার কথায়, ‘আমার বরাবরই শাহরুখ খান খুব পছন্দের। সে জায়গা থেকে আমার খুব ইচ্ছে ছিল, গৌরী হিন্দু, শাহরুখ মুসলিম, তাদের বাচ্চার নাম আব্রাম খান জয়, আলহামদুলিল্লাহ আমারও কিন্তু তেমনই পরিবার।’

এসময় শাহরুখপুত্রের সঙ্গে নিজের ছেলের নামের প্রসঙ্গও টেনে আনেন অপু। তিনি বলেন, ‘শাহরুখ খানের ছোট ছেলের নাম কিন্তু আব্রাম। আমার ছেলের নাম আব্রাম খান জয়। এটাও বেশ ভালোলাগে।’

- Advertisement -

Related Articles

Latest Articles