13.9 C
Toronto
রবিবার, মার্চ ১৬, ২০২৫

গুলশানের অভিজাত ফ্ল্যাটের দরজা ভেঙ্গে আ. লীগ নেত্রী লিপি খানকে গ্রেফতার

গুলশানের অভিজাত ফ্ল্যাটের দরজা ভেঙ্গে আ. লীগ নেত্রী লিপি খানকে গ্রেফতার

ছ‌বি সংগৃহীত

রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার হয়েছে সংরক্ষিত আসনে আওয়ামী লীগের এমপি মনোনয়ন প্রত্যাশী লিপি খান ভরসা। তিনি সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এবং সাবেক এমপি নাছিমা জামান ববির ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত ছিলেন।

আজ রাজধানীর গুলশানের একটি ফ্ল্যাট থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। গত শনিবার (১৫ মার্চ) দুপুর থেকেই বাড়িটি ঘিরে রাখা হয়েছিল। ২৪ ঘণ্টা নজরবন্দির পর ম্যাজিস্ট্রেটের অনুমতি নিয়ে ফ্ল্যাটের দরজা ভেঙে পুলিশ তাকে গ্রেফতার করে।

- Advertisement -

পুলিশ জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন গুলিতে আহত রংপুর নগরীর ২৯নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামুনের করা হত্যাচেষ্টা মামলার আসামি এই লিপি খান। তিনি রংপুর জেলা থেকে সংরক্ষিত আসনে সংসদ সদস্য পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন।

৫ আগস্টের পর থেকে তিনি ঢাকার অভিজাত এলাকা গুলশানে ফ্ল্যাট ভাড়া নিয়ে স্বামীসহ বসবাস করছিলেন। লিপি খান ভরসা সাবেক এমপি করিম উদ্দিন ভরসার পুত্রবধূ। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে ভরসা পরিবারের সম্পত্তি দখল ও আত্মসাতের অভিযোগে একাধিক মামলা ও ওয়ারেন্ট রয়েছে।

- Advertisement -

Related Articles

Latest Articles