
কেউ অতি দুষ্টুমি করলে আমরা প্রায়শই তাকে বানরের সঙ্গে তুলনা করি। তাছাড়া অতি চালাকি করলেও বানরের সঙ্গে তুলনা করা হয়। এটা যে এমননি এমনি নয়, এবার সেটাই যেন আরও একবার বুঝিয়ে দিল প্রাণীটি।
এক ব্যক্তির মোবাইল চুরি করে তার কাছ থেকে ট্রিট আদায় করে নিয়েছে একটি বানর। এরপর ট্রিট পেয়ে সেই মোবাইল ফোনটি ফেরত দিয়েছি সে। সম্প্রতি এমন এক মজার কাণ্ড ঘটেছে ভারতে। যা এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল।
ঘটনাটি ঘটেছে ভারতের বৃন্দাবনে। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে অনুযায়ী, রাস্তায় থাকা ওই ব্যক্তির মোবাইল ফোনটি হঠাৎ ছিনিয়ে নেয় বানরটি, তারপর পাশের একটি ভবনের কার্নিশে উঠে যায়। ফোনটি ফেরত দেওয়ার জন্য নিচে দাঁড়িয়ে কাকুতিমিনতি করতে থাকেন ওই ব্যক্তি। এ সময় তার সঙ্গে আরও দুইজন এসে যোগ দেন।
তারা সবাই মিলে অনুরোধ করতে থাকলেও বানরটি শক্ত করে মোবাইল ফোনটি ধরে রাখে। প্রায় দেড় লাখ রুপির ওই মোবাইল ফোন হারানোর শঙ্কায় পড়ে যান মালিক। পরে তারা বুদ্ধি করে বানরের উদ্দেশে বিভিন্ন খাবার ছুড়ে দিতে থাকেন। কিন্তু কিছুই পছন্দ হচ্ছিল না প্রাণীটির। এতে ফোনের মালিক উদ্বিগ্ন হয়ে ওঠেন।
কার্তিক রাঠোর নামের এক ব্যক্তি এই ঘটনার একটি ভিডিও তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে পোস্ট করেছেন। সেখানে বানরটিকে ফোন হাতে একটি ভবনের কার্নিশে বসে থাকতে দেখা যায়। নিচে দাঁড়িয়ে আছেন তিন ব্যক্তি। বানর যেন ফোনটি ছেড়ে দেয় তা করানোর চেষ্টা করছিলেন তারা। কিন্তু মানাতে পারছিলেন না।