13.3 C
Toronto
বুধবার, মার্চ ১৯, ২০২৫

‘সন্ত্রাসী’ সাজ্জাদের স্ত্রীর নতুন কাণ্ড, নতুন ভিডিওতে কী বার্তা!

‘সন্ত্রাসী’ সাজ্জাদের স্ত্রীর নতুন কাণ্ড, নতুন ভিডিওতে কী বার্তা! - the Bengali Times
ছবি সংগৃহীত

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন গ্রেফতার হলেও তার স্ত্রী তামান্নার বেপরোয়া কর্মকাণ্ড যেন থামছেই না। সম্প্রতি একটি ভিডিওতে তিনি জানান, সাজ্জাদকে তিনি কাড়ি কাড়ি বান্ডিল বান্ডিল টাকা দিয়ে ছাড়িয়ে নিয়ে আসবেন।

সাজ্জাদ হোসেন, যিনি চট্টগ্রামের অপরাধ জগতের এক পরিচিত নাম, তার বিরুদ্ধে একাধিক হত্যাকাণ্ড, চাঁদাবাজি ও অস্ত্র রাখার অভিযোগ রয়েছে। তার অপরাধী জীবন শহরের নানা প্রান্তে ছড়িয়ে পড়েছিল। সম্প্রতি, সাজ্জাদ ঈদ শপিং করতে গিয়ে তেজগাঁও থানা পুলিশ দ্বারা গ্রেফতার হন, সে সময় তার সাথে ছিলেন স্ত্রী তামান্না শারমিন। গ্রেফতারের পর তামান্না পালিয়ে যান, তবে পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও পোস্ট করে তিনি তার উপস্থিতি জানান দেন।

- Advertisement -

এই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং এতে তামান্না বলেন, “আগে আমরা পালিয়ে ছিলাম এখন তোমরা পালিয়ে থাকবা। তিনি আরো বলেন, “খেলা শুরু করেছে তোমরা, কিন্তু শেষ করবো আমরা।” তার এ বেপরোয়া আচরণ আইন শৃঙ্খলা পদ্ধতিকেও চ্যালেঞ্জ করে।

এ ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে ব্যপকভাবে সমালোচনার মুখে পড়ে।

এরপর আবার তামান্না তার নতুন ভিডিও বার্তায় তার বিরুদ্ধে কথা বলা ও অপপ্রচার করা মানুষদের বিরুদ্ধে সরাসরি সাইবার নিরাপত্তা আইনে মামলা করার হুমকি দেন।

- Advertisement -

Related Articles

Latest Articles