12 C
Toronto
বৃহস্পতিবার, মার্চ ২০, ২০২৫

হাসিনাকে অনলাইনে স্বরচিত গান শুনিয়ে বিপাকে আ.লীগ নেতা! খুঁজছে পুলিশ

হাসিনাকে অনলাইনে স্বরচিত গান শুনিয়ে বিপাকে আ.লীগ নেতা! খুঁজছে পুলিশ - the Bengali Times
প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সম্প্রতি অনলাইনে স্বরচিত গান শোনান আওয়ামী লীগের ওয়ার্ড স্তরের এক নেতা। মঙ্গলবার রাত থেকে ওই ফোনালাপটি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে। প্রতিবেদন অনুসারে, আওয়ামী লীগের ওই নেতার নাম ফোরকান ফরাজী। বিষয়টি জানাজানি হওয়ার পর থেকেই ফোরকানের শাস্তির দাবিতে রাস্তায় নেমেছে বিএনপি। বুধবার সন্ধ্যার পর বিএনপি নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল করেছেন এলাকায়।

ভার্চুয়াল আলোচনার সময়ে বাংলাদেশের ‘বর্তমান পরিস্থিতি নিয়ে’ স্বরচিত গানটি হাসিনাকে শোনাতে চান ফোরকান। গানটি শোনার পরে হাসিনা সেটির প্রশংসাও করেন এবং বিভিন্ন সমাজমাধ্যমে ছড়িয়ে দেওয়ার নির্দেশ দেন। এর পরে মঙ্গলবার রাত থেকে ওই ফোনালাপটি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তে শুরু করে। সূত্রের দাবি, বিষয়টি জানাজানি হওয়ার পর থেকেই বিএনপি এবং তার শাখা সংগঠনের কর্মী-সমর্থকেরা ফোরকানের খোঁজ শুরু করেছেন। তাঁর বাড়িতেও গিয়েছিলেন বিএনপি নেতা-কর্মীরা। কিন্তু ফোরকানের খোঁজ পাওয়া যায়নি। তিনি গা-ঢাকা দিয়েছেন বলে অনুমান করা হচ্ছে।

- Advertisement -

ওই আওয়ামী লীগের নেতাকে ধরার চেষ্টা চালাচ্ছে বাংলাদেশের পুলিশও। স্থানীয় থানার ওসি মোহাম্মদ শাহজালাল জানিয়েছেন, ফোনালাপের বিষয়টি জানার পরেই তাঁকে গ্রেফতারের চেষ্টা চলছে। তাঁর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা হবে বলেও জানান ওসি।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেরে গত বছরের ৫ অগস্ট বাংলাদেশে আওয়ামী লীগের সরকারের পতন হয়। বাংলাদেশ থেকে ভারতে চলে আসেন হাসিনা এবং সাময়িক আশ্রয় নেন এই দেশে। আওয়ামী লীগের সরকারের পতনের পর থেকে হাসিনা বেশ কয়েক বার ভার্চুয়ালি বক্তৃতা করেছেন দলীয় কর্মী-সমর্থকদের উদ্দেশে। সম্প্রতি বেশ কয়েক বার বাংলাদেশে থাকা আওয়ামী লীগ নেতা-কর্মীদের সঙ্গে ভার্চুয়ালি কথাও বলেছেন তিনি।

- Advertisement -

Related Articles

Latest Articles