5.8 C
Toronto
শুক্রবার, মার্চ ২১, ২০২৫

সোশ্যাল মিডিয়ায় আওয়ামী লীগ নিষিদ্ধ ইস্যুতে মুখ খুললেন সাবেক শিবির নেতা জুনায়েদ

সোশ্যাল মিডিয়ায় আওয়ামী লীগ নিষিদ্ধ ইস্যুতে মুখ খুললেন সাবেক শিবির নেতা জুনায়েদ - the Bengali Times

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আত্মপ্রকাশের আগে ব্যাপক আলোচনায় ছিলেন বৈষম্যবিরোধী আন্দোলনে সক্রিয় থাকা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক দুই নেতা আলী আহসান জুনায়েদ ও রাফে সালমান রিফাত। অনেকেই ধারণা করেছিলেন তারা এই দলে ভালো পদ পাবেন। কিন্তু শেষ মুহূর্তে তারা দলে থাকবেন না বলে জানান। এবার আগামী এপ্রিল মাসেই তাদের নেতৃত্বে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে। আর এ খবর এখন কমবেশি সবারই জানা।

- Advertisement -

নতুন খবর হলো, আওয়ামী লীগ নিষিদ্ধ করার লক্ষ্যে সব রাজনৈতিক দল ও সাধারণ জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন জুলাই আন্দোলনের সংগঠক ও সাবেক শিবির নেতা আলী আহসান জুনায়েদ।

শুক্রবার (২১ মার্চ) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ আহ্বান জানান।

আলী আহসান জুনায়েদ লিখেছেন, আমি বিএনপি, জামায়াত, এনসিপিসহ সব রাজনৈতিক দল ও সাধারণ জনগণকে আওয়ামী লীগ নিষিদ্ধ করার লক্ষ্যে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাই। ছাত্র-জনতা আবারও প্রস্তুত আওয়ামী লীগের পুনর্বাসনের অপচেষ্টা রুখে দিতে।

তিনি আরও লিখেছেন, একটা বিষয় স্পষ্ট—জুলাই অভ্যুত্থানের পক্ষের সব শক্তি যদি ঐক্যবদ্ধ হয়, তবে গণহত্যাকারী আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে কোনো বাধা থাকবে না। কিন্তু কেউ যদি শুরুতেই বিভক্তি সৃষ্টি করে, তবে তাদের বিষয়ে সতর্ক থাকা জরুরি।

সাবেক এই শিবির নেতা লিখেছেন, আমি আবারও জোর দিয়ে বলছি—আওয়ামী লীগ নিষিদ্ধ করার লক্ষ্যে জুলাই অভ্যুত্থানের পক্ষের সব রাজনৈতিক দলকে ঐকমত্যে পৌঁছাতে হবে।

শহীদদের রক্তের দাগ এখনও শুকায়নি উল্লেখ করে তিনি আরও লিখেছেন, এই রক্তের ওপর দাঁড়িয়ে আওয়ামী লীগকে পুনর্বাসিত করার যে কোনো প্রচেষ্টা আমরা ব্যর্থ করে দেব। আসুন, আবারও ঐক্যবদ্ধ হই—যেমন আমরা জুলাইয়ে হয়েছিলাম।

সবশেষে জুনায়েদ লিখেছেন, গণহত্যাকারীদের ঠিকানা, এই বাংলায় হবে না।

সূত্র : বিডি২৪লাইভ

- Advertisement -

Related Articles

Latest Articles