6 C
Toronto
শনিবার, মার্চ ২২, ২০২৫

‘ভেবেই পাচ্ছিলাম না কেন আমার স্তন ক্যান্সার হলো, সবে তিরিশে পা দিয়েছি’

‘ভেবেই পাচ্ছিলাম না কেন আমার স্তন ক্যান্সার হলো, সবে তিরিশে পা দিয়েছি’ - the Bengali Times
ভারতীয় অভিনেত্রী হিনা খান জানিয়েছেন তিনি স্টেজ থ্রি স্তন ক্যান্সারে আক্রান্ত

“রাগ হচ্ছিল…ভীষণ রাগ। ভেবেই পাচ্ছিলাম না কেন! কেন এমনটা হলো। মাথায় ঘুরপাক খাচ্ছিল যে, কীভাবে আমার স্তন ক্যান্সার হতে পারে? সবে তিরিশে পা দিয়েছি,” বলছিলেন নীদা সরফরাজ। দিল্লির বাসিন্দা তিনি। প্রায় দশ বছর আগে তার স্তন ক্যান্সার ধরা পড়ে।

বিবিসি বাংলাকে তিনি বলেছেন,”২০১৪ সালের অক্টোবর মাসের ঘটনা। আমার স্তনে ছোট বলের মতো কিছু একটা অনুভব করি। তখনও বুঝিনি বিষয়টা এত গুরুতর। মাকে সঙ্গে নিয়ে চিকিৎসকের কাছে গিয়েছিলাম। তিনি কয়েকটা টেস্ট করাতে বলেছিলেন আমাকে।”

- Advertisement -

“পরে রিপোর্ট দেখে চিকিৎসক যখন জানালেন, আমি স্তন ক্যান্সারে আক্রান্ত তখন ভীষণ শকড ছিলাম। তবে শকের চেয়েও বেশি রাগ হচ্ছিল। কিছুই বুঝে উঠতে পারছিলাম না, কেন?” থেমে থেমে কথাগুলো বলছিলেন তিনি। তারপর যোগ করেন, “চিকিৎসক মাকে জানান, সময় নষ্ট করার মানে হয় না। দ্রুত সার্জারি করা দরকার।”

ততদিনে সংক্রমণ অনেকটাই ছড়িয়েছে। তিনি বলেন, “আমি ভেবেছিলাম ছোট সার্জারি। কিন্তু শেষপর্যন্ত আমার স্তনের একটা বড় অংশ বাদ দিতে হয়।”

মিজ সরফরাজ একা নন। নিজের অভিজ্ঞতার কথা জানিয়েছেন আরও এক নারী। যে স্টেজে তার স্তন ক্যান্সার ধরা পরেছিল, সেই সময় সার্জারির মাধ্যমে স্তন অপসারণ করা ছাড়া উপায় ছিল না।

নাম প্রকাশে অনিচ্ছুক উত্তরবঙ্গের বাসিন্দা ওই ক্যান্সার সারভাইভার বিবিসি বাংলাকে বলেছেন, “এমনটা ভাবার কোনো কারণ নেই যে অল্পবয়সীদের স্তন ক্যান্সার হয় না। পুরো ব্যাপারটাই এতটা কষ্টদায়ক যে সেই সমস্ত মুহূর্তের কথা ভাবলে এখনও শিউড়ে উঠি।”

ভারতীয় অভিনেত্রী হিনা খান স্তন ক্যান্সারে আক্রান্ত হন গত বছর। হিন্দি টেলিভিশনের পরিচিত মুখ তিনি, বয়স ৩৬।

ভারতে এমন বহু ঘটনা প্রকাশ্যে এসেছে, যেখানে স্তন ক্যান্সারে আক্রান্তদের বয়স ৪০-এর নিচে বা তার চেয়েও অনেকটা কম। এই কম বয়সীদের আক্রান্তের সংখ্যা বাড়ছে বলে উদ্বেগ প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা।

মুম্বাইয়ের ক্যান্সার বিশেষজ্ঞ সুমিত শাহ বলেছেন, “আগে স্তন ক্যান্সারে আক্রান্তদের মধ্যে বেশিভাগই পঞ্চাশ বা ষাঠোর্দ্ধ নারীদের দেখা যেত। কিন্তু এখন সেই বয়সসীমা অনেকটাই কমে এসেছে। স্তন ক্যান্সারে আক্রান্ত নারীদের মধ্যে অনেকেই ৪০ বছরের নীচে। আবার তার চাইতে কম বয়সের অনেক নারীও এতে আক্রান্ত।”

একই মত প্রকাশ করেছেন, কলকাতার চিকিৎসক ডা. ঋতুপর্ণা চতুর্বেদী। তিনি জেনারেল ল্যাপারোস্কোপিক এবং ব্রেস্ট সার্জন। বিবিসি বাংলাকে এই বিশেষজ্ঞ বলেন, “অল্পবয়সীদের মধ্যে স্তন ক্যান্সার বৃদ্ধি পাওয়া একটা উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। আমি স্তন ক্যান্সারে আক্রান্তদের মধ্যে তিরিশের ঘরে থাকা নারী দেখেছি, আবার তার চাইতে অনেকটা কম বয়সী রোগীও পেয়েছি। আমার অভিজ্ঞতায় সবচেয়ে কম বয়সে স্তন ক্যান্সারে আক্রান্ত রোগীর বয়স ছিল ১৭ বছর।” সূত্র: বিবিসি বাংলা

- Advertisement -

Related Articles

Latest Articles