2.2 C
Toronto
শনিবার, মার্চ ২২, ২০২৫

বাংলাদেশের ইতিহাসে প্রথম ওয়াইফাই দল আওয়ামী লীগ: জান্নাতুন নাঈম

বাংলাদেশের ইতিহাসে প্রথম ওয়াইফাই দল আওয়ামী লীগ: জান্নাতুন নাঈম - the Bengali Times
জান্নাতুন নাঈম

অনলাইন আ্যক্টিভিস্ট, আলোচিত ও সমালোচিত লেখক জান্নাতুন নাঈম প্রীতি বলেছেন, বাংলাদেশের ইতিহাসে প্রথম ওয়াইফাই দল আ.লীগ।

শুক্রবার (২১ মার্চ) দিবাগত রাত ২টার দিকে সামাজিকমাধ্যমে ফেসবুক ভেরিফায়েড অ্যাকাউন্টে তিনি এসব কথা বলেন।

- Advertisement -

তিনি লিখেছেন, কিছুক্ষণ আগে ছাত্রলীগেরই ইনান সবাইকে রাজপথে নেমে আসার প্রস্তুতি নেওয়ার জন্য আহ্বান জানিয়েছে। প্রিয় ইনান, আমরা ইতোমধ্যেই জানি; বাংলাদেশের ইতিহাসে সর্বপ্রথম ওয়াইফাই দল হচ্ছে আওয়ামী লীগ।

তিনি আরও লেখেন, নেত্রী, নেত্রীর পুত্র-কন্যা আত্মীয়-স্বজন, গুরুত্বপূর্ণ মন্ত্রী সবাই বিদেশে বসে আছেন। কিন্তু এরা প্রতিবার ওয়াইফাই প্রযুক্তির মাধ্যমে আন্দোলনের ডাক দেয়। আবার সেই ডাক নিয়ে কথা বললে বলে দেশে আসেন। ভাই- কোন দেশে আসব? কোন দেশের রাজপথে দাঁড়াব আগামীবার বলে দিয়েন।

প্রীতি বলেন, নাহলে দেখা যাবে আন্দোলন দিল্লিতে, আমি প্যারিসের রাস্তায় একা, ওইদিকে আপা যাদের রেখে পালায়ে গেছে তারা শাহবাগ থানার ভেতর।

মাঝখানে রবীন্দ্র সংগীত বাজতেছে- অনেক কথা যাও বলি, কোনো কথা না বলি তোমার ভাষা বোঝার আশা দিয়েছি জলাঞ্জলি।

- Advertisement -

Related Articles

Latest Articles