2.2 C
Toronto
শনিবার, মার্চ ২২, ২০২৫

প্রযোজকদের প্রেমের প্রস্তাব দিয়ে রেখেছি : মিষ্টি জান্নাত

প্রযোজকদের প্রেমের প্রস্তাব দিয়ে রেখেছি : মিষ্টি জান্নাত - the Bengali Times
মিষ্টি জান্নাত

২০১৪ সালে ‘লাভ স্টেশন’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দার ক্যারিয়ার শুরু করেন মিষ্টি জান্নাত। এরপর নিয়মিত কাজ করেছেন সিনেমায়। নায়িকা পরিচয়ের পাশাপাশি তিনি একজন চিকিৎসকও। গত বছরে শাকিব খানের সঙ্গে বিয়ের গুঞ্জনে আলোচনায় এসেছিলেন এই অভিনেত্রী। পরে অবশ্য সংবাদ সম্মেলন ডেকে নিজেই বিষয়টি পরিষ্কার করেন তিনি। জানান, পুরো বিষয়টিই আদতে গুজব।

ফিল্মে আসার পর নানা কারণেই আলোচিত ও সংবাদের শিরোনাম হন মিষ্টি জান্নাত। ক্যারিয়ারে সিনেমা আর অভিনয় দিয়ে আলোচনার সৃষ্টি না করতে পারলেও ব্যক্তিজীবনের নানা মুখরোচক গল্পে সংবাদের শিরোনাম হতে জুড়ি নেই তার। বিভিন্ন সময় নিজের বক্তব্যের জন্যও আলোচনায় আসেন এ নায়িকা। যেমনটা সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রযোজকদের সঙ্গে নায়িকাদের প্রেমের বিষয়ে মন্তব্য করেন তিনি।

- Advertisement -

সাক্ষাৎকারে এ নায়িকা তার নতুন ছবিসহ বেশ কিছু বিষয়ে কথা বলেছেন। সেখানেই তিনি জানান, প্রযোজকদের প্রেমের প্রস্তাব দিয়ে রেখেছেন তিনি। কারণ তাকে চুক্তিবদ্ধ করলেও পরে সিনেমার নায়িকা বদলে ফেলা হয়!

মিষ্টি জান্নাত বলেন, ‘বিগ বাজেটের দুইটি ছবি সাইনিং হতে যাচ্ছে। হয়েছে একটা অলরেডি।

আমার সিনেমার যখন নিউজ হবে। প্রযোজককে বলেছি যদি কোনো নায়িকার সঙ্গে প্রেম করতে ইচ্ছে করে আমাকে সাইনিং করাবেন।’

মিষ্টি জান্নাত আরো বলেন, ‘আমি যত ছবি সাইনিং করে দেশের বাইরে গিয়েছি এসে নায়িকা পরিবর্তন হয়ে গেছে, আমি থাকি সাথে আরেকজন নায়িকা থাকে। যেকোনো ভাবে দেখা যায়, আমি যে ছবিতে ছিলাম এতো বছর ধরে থাকি বিগ বাজেটের হলেই নায়িকারা দেখা যায় যে ওই প্রযোজকের সাথে প্রেম করা শুরু করে দেয়।

- Advertisement -

Related Articles

Latest Articles